Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খামার মালিককে কুপিয়ে জখম ও ভাঙচুর

সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মে, ২০২০, ১২:০৩ এএম

সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ফাতেপুর গ্রামে আশ্রাফুল আলম নামে এক খামার মালিককে কুপিয়ে জখম করে ও খামারে ব্যাপক ভাঙচুর করে প্রতিপক্ষরা।
জানা যায়, উপজেলার রাঘুনাথপুর গ্রামের আবদুর রবের ছেলে আশ্রাফুল আলম দীর্ঘদিন ফাতেপুর গ্রামে ফার্মের ব্যবসা করে আসছে, এতে নানা অযুহাতে ফাতেপুর গ্রামের এমরান হোসেনের ছেলে ফাহাদ, হুদা মিয়ার ছেলে সুমন, নুর ইসলামের ছেলে নুর উদ্দিন বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে হুমকি প্রদান করে আসছিল।
এনিয়ে স্থানীয়ভাবে অভিযোগ করলে, উক্ত বিবাদীরা ক্ষিপ্ত হয়ে, গত ৫ মে আশ্রাফুলের খামারে প্রবেশ করে ব্যপক ভাঙচুর করে আসবাবপত্র খামারের মালামাল ভাঙচুর করে এতে বাধা দিতে আসলে, আশ্রাফুল আলমকে পিটিয়ে জখম করে। তার চিৎকারে এলাকাবাসী এসে আশ্রাফুলকে উব্ধার করে সোনাগাজী উপজেলা হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় গতকাল খামার মালিক আশ্রাফুল বাদী হয়ে সোনাগাজী থানায় লিখিত অভিযোগ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ