Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধ্যপ্রাচ্য থেকে শিগগিরই ফিরছেন ২৮ হাজার ৮৪৯ কর্মী

ভিডিও ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মে, ২০২০, ৭:৫১ পিএম

করোনার কারণে কারাগার থেকে সদ্য মুক্তি পাওয়া, কর্মহীন এবং দীর্ঘ সময় ধরে অবৈধভাবে মধ্যপ্রাচ্যে দেশগুলোতে থাকা আরও ২৮ হাজার ৮ ´শ ৪৯ বাংলাদেশি শিগগিরই দেশে ফিরছেন। শ্রমশক্তি আমাদানীকারক মধ্য ও পশ্চিম এশিয়ার দেশগুলোর ডিপোর্ট করা ওই বাংলাদেশিদের গ্রহণে ঢাকা সম্মত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। বিশাল সংখ্যক প্রবাসীর কাছাকাছি সময়ে ফেরার পর কোয়ারেন্টিন নিশ্চিত করাসহ পরবর্তী করণীয় নির্ধারণে সেগুনবাগিচায় পঞ্চম আন্ত:মন্ত্রণালয় সভা শেষে মন্ত্রী ভিডিও ব্রিফিংয়ে এ তথ্য জানান।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশগুলোর কারাগার খালির সিদ্ধান্তে মুক্তিপ্রাপ্তরা এরইমধ্যে দেশে ফিরতে শুরু করেছেন। গত ২৪ এপ্রিল থেকে গত সোমবার পর্যন্ত ১১ দিনে বিভিন্ন দেশ স্পেশাল ফ্লাইটে ১৬৩৫ বাংলাদেশিকে ঢাকায় পৌঁছে দিয়েছে। ওমান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত থেকে একাধিক ফ্লাইট এসেছে। মন্ত্রী বলেন, কারামুক্ত বাংলাদেশি ছাড়াও ওমরাহ, ভ্রমণ বা অন্য কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোত গিয়ে আটকে পড়া আরও কয়েক ´শ বাংলাদেশি ফিরেছেন।
তাছাড়া ভারতসহ বিভিন্ন দেশে আটকে পড়া কয়েক হাজার বাংলাদেশিকে ফিরেয়ে আনার ব্যবস্থা করেছে সরকার। যুক্তরাষ্ট্র, বৃটেনসহ উন্নত রাষ্ট্রগুলো থেকেও আটকে পড়া বাংলাদেশিদের ফেরানো হচ্ছে। তবে মন্ত্রী যেখানে যে বা যারা রয়েছেন তাদের বাধ্য না হলে দেশে না ফিরতে অনুরোধ করেন। বিশেষত শ্রমিকরা বৈধ বা অবৈধ যে অবস্থা যে দেশে রয়েছেন সেখানে তাদের অন্তত খাদ্য সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট রাষ্ট্র ও সরকারগুলোর প্রতি অনুরোধ জানান পররাষ্ট্র মন্ত্রী।



 

Show all comments
  • ড. ইব্রাহিম ৬ মে, ২০২০, ৯:০৭ পিএম says : 0
    লেবাররা শরীরের ঘাম মাটিতে ফেলে ৬০ বছরে মাল্টি ট্রিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়ে এই দেশ চালিয়েছে. এবার আপনারা লেবারদের মাসিক পেনশন, ভাতা এবং রেশনের কার্ড দিয়ে চাল, ডাল এবং চিনি দেওয়ার ব্যবস্থা করুন.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ