বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনায় কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সাতক্ষীরার তালা উপজেলার দুটি স্থানে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী । বুধবার (৬ মে) সকালে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা তালা উপজেলার ত্রিশমাইল ও পাটকেলঘাটায় এসব বীজ বিতরণ করেন। এ সময় কৃষকদের হাতে লাউ, মিস্টি কুমড়া, ঢ়েড়শ, পুইশাক, লাল শাকসহ বিভিন্ন সবজির বীজ তুলে দেওয়া হয়।
পাটকেলঘাটায় বীজ বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন ক্যাপ্টেন সাকিব এবং ত্রিশমাইলে নেতৃত্ব দেন ক্যাপ্টেন জিসান। সেনাবাহিনীর পক্ষ থেকে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য পতিত জমিসহ কোন জমি ফেলে না রাখার আহবান জানানো হয়। পর্যায়ক্রমে জেলার বিভিন্নস্থানে আরো সবজি বীজ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান ক্যাপ্টেন জিসান।
উল্লেখ্য, ৫ মে মঙ্গলবার সকালে যশোরের সেনাবাহিনীর একটি দল তালার নগরঘাটা, ত্রিশমাইল এলাকা থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে ৫ মন সবজি ক্রয় করেছিলেন। বিষয়টি কৃষকদের মাছে দারুণ উৎসাহের সৃষ্টি করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।