Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

কেরানীগঞ্জে করোনায় আক্রান্ত ২৩৫জনের মধ্যে পুলিশ ও র‌্যাব সদস্য ৬০

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মে, ২০২০, ৭:২৯ পিএম

ঢাকার কেরানীগঞ্জে করোনাভাইরাসে এপর্যন্ত আক্রান্ত ২৩৫জনের মধ্যে পুলিশ সদস্য ৩১জন এবং র‌্যাব সদস্য রয়েছেন ২৯জন। এছাড়া এতালিকায় কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রায়েছে। ৩১জন পুলিশ সদস্যদের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানার ২৯জন এবং দক্ষিন কেরানীগঞ্জ থানার ২জন সদস্য রয়েছে। র‌্যাব সদস্য সবাই কেরানীগঞ্জ র‌্যাব-১০ এর। করোনায় আক্রান্ত ২৩৫জনের মধ্যে ইউনিয়ন ভিত্তিক জিনজিরায় ৭৪জন, শুভাঢ্যায় ৪৯জন, তেঘরিয়ায় ৩৮জন, আগানগরে ২২জন, শাক্তায় ২১জন, কোন্ডায় ১৩জন, কালিন্দীতে ১০জন, কলাতিয়ায় ৩জন, বাস্তায় ৫জন ও রুহিতপুর ইউনিয়নে ৩জন রয়েছে। তবে এখনো করোনামুক্ত রয়েছে তারানগরও হযরতপুর ইউনিয়ন। করোনায় এপর্যন্ত মারা গেছে ৮জন এবং সুস্থ হয়েছে ১২জন। গত ৫এপ্রিল কেরানীগঞ্জে প্রথম জিনজিরা ইউনিয়নে মডেল টাউনে এক ব্যক্তির করোনা শনাক্ত হয়। গত এক মাসে তা বেড়ে ২৩৫জনে দাঁড়িয়েছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাধারন মানুষের মাঝে এখন চরম আতংক বিরাজ করছে। এদিকে লকডাউন শীতল হওয়ায় মহল্লার ওলি-গলি ও বাজারে সব দোকান-পাট খুলে যাওয়ায় সর্বত্রই মানুষের আনাগোনা বেড়ে গেছে। এ অবস্থায় করোনা আরো সহজে ও দ্রুত মানুষের মাঝে ছড়িয়ে পড়ার আশংকা করছেন অভিজ্ঞ মহল।এব্যাপারে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, মানুষ যদি নিজেরা সচেতন না হয় তাহলে এ করোনার হাত থেকে বাঁচার উপায় নাই। তাই সবাইকে সামাজিক দুরুত্ব বজায় রাখতে হবে এবং সবাইকে ঘরে থাকতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ