বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর বাউফলে দ্বাদশ শ্রেণির এক ছাত্রী (১৯) গত মঙ্গলবার রাতে দোতলা বাসার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আতœহত্যার চেষ্টা চালিয়েছেন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন,মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে ওই ছাত্রীটি তাঁদের দোতলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দেয়। সাইবার ক্যাবল তারের ওপর পড়ে সড়কের ওপর পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. তানভীর আহম্মেদ বলেন,‘শরীরের বিভিন্ন অংশে আঘাত পেলেও তিনি (ছাত্রীটি) এখন আশঙ্কামুক্ত।’
তবে ওই ছাত্রীটির অলৌকিকভাবে বেঁচে যাওয়ার বিষয়টি গতকাল বুধবার উপজেলা সদরে আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিল।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে,মঙ্গলবার সন্ধ্যার দিকে পারিবারিক বিষয় নিয়ে বাবা ও মায়ের সঙ্গে ওই ছাত্রীটির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁর বাবা তাঁকে মারধর করে। সেই অভিমানে ওই দিন রাত সোয়া আটটার দিকে তিনি তাঁদের দোতলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান।
ওই ছাত্রীটি উপজেলা যুবলীগের শীর্ষ পর্যায়ের এক নেতার বড় ভাইয়ের মেয়ে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন,‘বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।