Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে পুলিশ সস্যদের সাথে হুইপ আতিকের সৌজন্য সাক্ষাৎ

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মে, ২০২০, ৫:৫৬ পিএম

৬ মে বুধবার করোনা ভাইরাসে শেরপুরের মানুষকে নিরাপদে রাখা,সামাজিক দূরত্বে রাখা, দুঃস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ, আইন শৃংখলা নিয়ন্ত্রণ রাখা ও ধানকাটাসহ বিভিন্ন কাজে করোনা ভাইরাসের ভয়ভীতি উপেক্ষা করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ। জীবনের চরম ঝুকি নিয়ে, নিজ পরিবার হতে বিছিন্ন হয়ে নিরলসভাবে কাজ করায় শেরপুরের পুলিশ সদস্যদেরকে উৎসাহিত করার লক্ষে শেরপুর পুলিশ লাইনে পুলিশ সস্যদের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করে বক্তব্য রাখেন জাতীয় সংসদেরর হুইপ বীরমুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক। তিনি সকল পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। পরে তিনি শেরপুর সদর থানায়ও পুলিশ সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় তিনি পুলিশ সদস্যদের জন্য প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করেন হুইপ আতিক। এসময় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ওসি ডিবি মোখলেছুর রহমান, সদর থানার ওসি তদন্ত মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
হুইপ আতিক বলেন, করোনার মহামারীর এ ক্রান্তিলগ্নে শুধুমাত্র স্বাধীনতার পক্ষের শক্তি ও আপনারা মাঠে রয়েছি। অন্য কাউকে আমরা মাঠে দেখছিনা। আপনাদের এ ভূমিকা অবশ্যই প্রশংসনীয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ