বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনায় কর্মহীন মানুষের দুরবস্থার কথা চিন্তু করে তাদের খাদ্যসামগ্রী কিনে দেওয়ার জন্য ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মাটির ব্যাংকে জমানো ১০ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে। বুধবার দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলীর কাছে এ টাকা তুলে দেয় শিক্ষার্থীরা। জেলা প্রশাসক তাঁর কার্যালয়ের সামনে প্রতিবন্ধী শিশুদের দানের এ টাকা গ্রহণ করেন।
বিদ্যালয়ের সভাপতি ফয়সাল রহমান জসিম জানান, প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবন্ধী ভাতা ও শিক্ষাবৃত্তি প্রদান করে সরকার। এ টাকা ৩০ জন শিক্ষার্থী কয়েন বানিয়ে নিজেদের বাসায় মাটির ব্যাংকে জমা করে। করোনায় কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে এ শিক্ষার্থীরা তাদের জমানো টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করে দৃষ্টান্ত স্থাপন করেছে। সমাজের অনেক উচ্চবিত্ত মানুষ রয়েছে, তারা প্রতিবন্ধীদের এ দান দেখে উদ্বুদ্ধ হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবে বলে আশা করেন জেলা প্রশাসক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।