Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে জুট মিল শ্রমিকদের বিক্ষোভ, রাস্তা অবরোধ

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

যশোর ব্যুরো : যশোর-নড়াইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আহাদ জুটমিলের শ্রমিকরা। মজুরি-বোনাস কর্তনের প্রতিবাদে এবং তা বহালের দাবিতে পথ অবরোধ করছেন বলে জানিয়েছেন শ্রমিকরা। এর ফলে যশোর নড়াইল ও যশোর বাঘারপাড়া রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ সকাল সাড়ে সাতটার দিকে পথে নামেন আহাদ জুটমিলের শ্রমিকরা।
মিল কর্তৃপক্ষ বলছেন, বাজার ভালো না হওয়ায় মজুরি-বোনাস কর্তনের বিকল্প নেই। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং সংকট নিরসনে দু’পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আজ সকাল সাড়ে সাতটার দিকে পথে নামেন আহাদ জুটমিলের শ্রমিকরা। তারা যশোর-নড়াইল সড়কে বিসিক শিল্প নগরী ও বিজিবি ২৬ ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে অবস্থান নেন। এখন সড়কের ওপর শ’পাঁচেক নারী-পুরুষ শ্রমিক অবস্থান করছেন। শ্রমিকদের পক্ষে সংগঠক ইমরুল, সুমন, রবিউল, রাজু হোসেন, সাইদুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ জানান, আহাদ জুটমিলে আগে বছরে ছয়টি বোনাস দেওয়া হতো।
এর মধ্যে ছিল দুটি উৎসব ভাতা এবং চারটি প্রোডাকশন বোনাস। কিন্তু এখন বছরে মাত্র একটি বোনাস দেওয়া হচ্ছে দুই ঈদে ভাগ করে। তারা বলেন, ‘দৈনিক মজুরিও কাটছাঁট করা হয়েছে। হাজিরা ২৫০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকায় নামিয়ে আনা হয়েছে।’ ‘এই অবস্থায় আন্দোলনের বিকল্প নেই।
কর্তৃপক্ষ দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তা অবরোধ চালিয়ে যাব।’ মিলটির ব্যবস্থাপক আব্দুস শহীদ শ্রমিকদের দৈনিক হাজিরা-বোনাস কর্তনের কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘আগে ব্যবসা ভালো ছিল। সে কারণে বছরে শ্রমিকদের ছয়টি বোনাস দেওয়া হতো। এখন ব্যবসার অবস্থা খারাপ। তাই বোনাস কমিয়ে দুটিতে নামানো হয়েছে।’ দৈনিক হাজিরা কমানো প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরুষ শ্রমিকদের দশ এবং নারী শ্রমিকদের ১৫ শতাংশ মজুরি কমানো হয়েছে।’ কোতয়ালী থানার ওসি মো. ইলিয়াস হোসেন বলেন, ‘মিল ম্যানেজমেন্ট এবং শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কথা হচ্ছে। আশা করি সমস্যা সমাধানের পথ বের করা যাবে।’ তিনি জানান, অবরোধ স্থলে পুলিশের তিনটি টিম অবস্থান করছে।
সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি শান্ত। ব্যক্তি মালিকানাধীন আহাদ জুটমিল যশোর বিসিক শিল্প নগরী-সংলগ্ন বালিয়াডাঙ্গায় অবস্থিত। সকাল নয়টার দিকে মিলটিতে গিয়ে দেখা যায়, অল্প সংখ্যক শ্রমিক কাজ করছেন। বেশিরভাগ শ্রমিক অবরোধে শামিল হয়েছেন। অবরোধের কারণে যশোর-নড়াইল সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। দুই পাশে গাড়ির দীর্ঘ লাইন পড়ে গেছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ