বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে অর্থ পাচার মামলায় সাজা দেওয়া হয়েছে বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার সকালে রায় ঘোষণার পর তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন।
ফখরুল বলেন, সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তারেক রহমানের খালাসের রায় বাতিল করে তাঁকে সাজা দেওয়া হয়েছে।
আজ হাইকোর্টের একটি বেঞ্চ অর্থ পাচার মামলায় তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করে রায় দেন। ২০১৩ সালে তারেক রহমান নিম্ন আদালতে এই মামলায় খালাস পান। পরে ওই বছর দুর্নীতি দমন কমিশন (দুদোক) খালাসের বিরুদ্ধে আপিল করে। অবশ্য নিম্ন আদালত এই মামলায় তারেকের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেন এবং ৪০ কোটি টাকা জরিমানা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।