Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ছয় মাসের জন্য চার পদে আউট সোর্সিংয়ে সেবা ক্রয়

করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মে, ২০২০, ১২:০২ এএম

করোনায় আক্রান্ত রোগীদের জরুরী চিকিৎসা সেবা প্রদানে এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ছয় মাসের জন্য আউট সোর্সিংয়ে সেবা ক্রয়ের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়। স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান ও হাসপাতালে চারটি পদে ৬ মাসের জন্য ২ হাজার ৬৫৪ জনকে সাময়িক নিয়োগ দেওয়া হবে।
গত ৪ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার জাকির হোসেন স্বাক্ষরিত এ অনুমোদনে বলা হয়েছে- কোভিড ১৯ আক্রান্ত রোগীদের জরুরী চিকিৎসা সেবা প্রদানের স্বার্থে এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নিমিত্তে স্বাস্থ্য অধিদপ্তর আধিন নিম্নবর্ণিত প্রতিষ্ঠান হাসপাতালসমূহের ২ হাজার ৬৫৪ জন ল্যাব এটেনডেন্ট, আয়া, ওয়ার্ড বয় ও পরিচ্ছন্নতাকর্মীর সেবা আউট সোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা ২০১৮ এর ৩(৮) অনুচ্ছেদ অনুযায়ী নির্দেশক্রমে সম্মতি জ্ঞাপন করা হলো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ