Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাঠ প্রশাসনের কর্মকর্তারা করোনায় আক্রান্ত

ছুটির মধ্যেই ঝুঁকি নিয়ে কাজ করছেন

পঞ্চায়েত হাবিব | প্রকাশের সময় : ৬ মে, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাস মোকাবিলায় দেশের মানুষকে সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা, ত্রাণ বিতরণ এবং করোনায় নিহতের দাফন করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন মাঠ প্রশাসনের র্কমকর্তারা। আক্রান্তদের মধ্যে রয়েছেন জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী।
ডিসি, এডিসি, ইউএনও, এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ১৯ জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে। অপরদিকে ৯০ জনের মতো কর্মচারী আক্রান্ত হয়েছেন করোনায়। আক্রান্তদের মধ্যে একজন কর্মকর্তা ও দু’জন কর্মচারী মারা গেছেন। এছাড়া সাবেক এক যুগ্মসচিব মারা গেছেন। এর আগে র‌্যাব ও পুলিশ বাহিনীর প্রায় এক হাজার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন ইনকিলাবকে বলেন, মাঠ প্রশাসনের কর্মকর্তারা সামনে থেকে করোনা প্রতিরোধ কার্যক্রমে করছেন। সে কারণে তাদের অনেকেই আক্রান্ত হচ্ছেন। এ পর্যন্ত মোট ১৭ জন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের ঘরে বসে চিকিৎসা দেয়া হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী, করেনাভাইরাস মোকাবিলায় মাঠে কাজ করতে গিয়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, স্থানীয় প্রশাসনসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কেউ আক্রান্ত হলে ক্ষতিপূরণ বাবদ অর্থ দেবে সরকার। এক্ষেত্রে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হলে গ্রেডভেদে পাঁচ থেকে ১০ লাখ টাকা পাবেন। আর তারা করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে এর পাঁচগুণ অর্থাৎ ২৫ থেকে ৫০ লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন।
একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) করোনার লক্ষণ নিয়ে মৃত ব্যক্তির জানাজা পড়াতেও হয়েছে। আবার জ্বর, ঠান্ডায় আক্রান্ত এক বৃদ্ধাকে আত্মীয়স্বজনরা ফেলে গেলে তার ভরণ- পোষণের দায়িত্ব নিতে হয়েছে একজন সহকারী কমিশনারকে (ভূমি)।

জানা যায়, করোনায় আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ জেলায় তিনজন, নরসিংদীতে চারজন, কিশোরগঞ্জ, গাজীপুর, চাঁদপুর ও চট্টগ্রামে একজন করে, সউদী আরবে একজন এবং দুদকের একজন কর্মকর্তা মারা গেছেন। সারাদেশে করোনায় আক্রান্তদের ৮৪ ভাগই ঢাকা মহানগর ও ঢাকা বিভাগের। ফলে এ বিভাগে সবচেয়ে বেশি ঝুঁঁকিতে কাজ করছেন প্রশাসনের কর্মকর্তারা। বর্তমানে ত্রাণ বিতরণের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় মাঠ প্রশাসনে কর্মকর্তাদের কাজের পরিধি বেড়ে গেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঝুকির মধ্যেই তারা কাজ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ