Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা উপসর্গে ৬ জনের মৃত্যু

কোয়ারেন্টিনে ৪১ হাজার ১২২

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মে, ২০২০, ১২:০২ এএম

জ্বর, শ্বাসকষ্ট, সর্দি-কাশিতে আক্রান্ত হয়েছে সারা দেশে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ছিল কিনা তা নিশ্চিত নয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে নমুনা সংগ্রহ করে রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১২৮ জনকে। ছাড় পেয়েছেন ৭০ জন। এখন পর্যন্ত মোট আইসোলেশনে রাখা রোগীর সংখ্যা এক হাজার ৬৯৪ জন। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে ২ হাজার ৪৭৭ জনকে। এখন পর্যন্ত এক লাখ ৯৭ হাজার ৮১১ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ৩ হাজার ২৮৮ জন, বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৪১ হাজার ১২২ জন।

যশোর : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) করোনা ভাইরাস পরীক্ষায় তিন জেলায় আরো ১৯ জন রোগী শনাক্ত করা হয়েছে। গতকাল এই ফলাফল নিয়ে যবিপ্রবি’র জিনোম সেন্টারে ১২দিনে ১২৩জন করোনা রোগী শনাক্ত হলো। যশোর জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৮। পর্যালোচনায় দেখা যাচ্ছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৭ জেলার মধ্যে যশোরে করোনা রোগীর সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছেই। যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জানান, বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সোমবার ১২তম দিনে চার জেলার ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এদিকে, যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন মঙ্গলবার বিকালে দৈনিক ইনকিলাবকে জানান, যশোরে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে একজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার, ১৩জন ডাক্তার ও ৩৪জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

নোয়াখালী : নোয়াখালীর সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলায় সর্দি, জ্বর, কাশি ও শ্বাস কষ্ট নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৃথক সময় তাদের মৃত্যু হয়।
বরিশাল : শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একজন নার্সসহ দক্ষিণাঞ্চলে আরো ৭ জন করোনাভাইরাস সংক্রমিত রোগীর সন্ধান মিলেছে। এনিয়ে কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৩৪-এ উন্নীত হল। গত ২৪ ঘণ্টায় বরিশালে ৩ জন,পটুয়াখালীতে ২ জন এবং বরগুনা ও ঝালকাঠীতে ১ জন করে নতুন কোভিড-১৯ রোগী সনাক্ত হয়েছে। বরিশালে আক্রান্ত অপর দুজনের মধ্যে ১ জন বাবুগঞ্জ ও অপরজন মুলাদী উপজেলার রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন ৯৩ জন সহ দক্ষিণাঞ্চলের ৬ জেলায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছে ১০ হাজার ১২৭ জন। তবে এসময়ে ১৪৭ জনসহ মুক্ত হয়েছেন ৭ হাজার ৭৩২জন।

খুলনা : করোনা উপসর্গ নিয়ে গতকাল মঙ্গলবার ভোরে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্ট ওয়ার্ডে একজনের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জ : গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। একইসঙ্গে এই সময়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন আরও ১০ জন। জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১২৪ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫১ জনের। সুস্থ হয়েছেন ৫৮ জন।
কুমিল্লা : কুমিল্লা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। কুমিল্লায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬ জন।
চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে ৬৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে তার মৃত্যু হয়। জেলায় নতুন করে আরো ৭জনের নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে স্বাস্থ্য বিভাগের কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাও রয়েছেন বলে জানা গেছে।

হবিগঞ্জ : হবিগঞ্জে ৫ পুলিশ, ৩ স্বাস্থ্যকর্মী সহ নতুন করে আরো ১২জন করোনায় আক্রান্ত হয়েছে।
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে করোনা ভাইরাসে উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার বাগেশ্বর কমিউমিনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আশরাফ-উল-ইসলাম (৩৬) করোনা উপসর্গ নিয়ে গতকাল মঙ্গলবার বিকালে মারা গেছেন। এদিকে, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষাবাদ গ্রামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে দুই বছর বয়সী ওই শিশুর মৃত্যু হয়।

ঝালকাঠি : ঝালকাঠিতে ভারত থেকে আসা শহরের এক ব্যবসায়ীর করোনা শনাক্ত হয়েছে।
মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী রনো বাবু সিংহ করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন।
নওগাঁ : নওগাঁ সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর মোরশেদ জানিয়েছেন এই মুহুর্তে ৭৩ টি নমুনার ফলাফল এসেছে,তাদের মধ্যে ৩২ টি নমুনায় করোনা সনাক্ত হয়েছে ।
টাঙ্গাইল : টাঙ্গাইলে নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দেলদুয়ার উপজেলায় তিনজন ও মির্জাপুর উপজেলায় দুইজন।

গোয়ালন্দ (রাজবাড়ী) : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডবিøউটিসি) দৌলতদিয়া ঘাট শাখায় কর্মরত ৫ কর্মীর শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
বালাগঞ্জ (সিলেট) : সিলেটের ওসমানীনগরে এবার নতুন করে এক ব্যক্তির করোনা শনাক্ত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ