Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় যৌথ অভিযানে ১৫ জন গ্রেফতার

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : যৌথ অভিযানে পাবনার ঈশ্বরদী থেকে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলা অভিযানে র‌্যাব, বিজিবি ও পুলিশ ঈশ্বরদী উপজেলার বিভিন্নস্থান থেকে তাদের গ্রেফতার করে। জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-১) ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার এ তথ্য নিশ্চিত করে শীর্ষ নিউজ‘কে জানান, গ্রেফতারকৃতরা পুলিশের তালিকা ভুক্ত সন্ত্রাসী ও বিভিন্ন মামলার আসামী। থানা সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে হত্যা মামলা, মাদক এবং সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগও রয়েছে। আটককৃতদের মধ্যে আওয়ামীলীগ, জামাত ও বিএনপি সমর্থকও রয়েছেন। তবে ওসি আটককৃতদের তাৎক্ষনিক ভাবে নাম পরিচয় জানাতে পারেননি। দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ