পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, করোনার এই সঙ্কটকালে সঠিক তথ্য এবং স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করা অত্যন্ত। এক্ষেত্রে আস্থাভাজন প্রতিষ্ঠানিক পরিবেশ তৈরি নিশ্চিতের বিষয়ে নজর দেয়াও প্রয়োজন।
গতকাল চলমান করোনা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি এসব কথা বলেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, করোনার এই সঙ্কটকালে সঠিক তথ্য এবং স্বাধীন গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্যের জন্য মিডিয়ার গুরুত্ব এই সময়টাতে আরও বেড়েছে। স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যম থাকার অন্যতম পূর্বশর্ত একটি পরিবেশ। যেখানে নির্ভয়ে কাজ করা সম্ভব। সেই ধরনের পরিবেশের জায়গাটি অত্যান্ত জরুরি।
এই অর্থনীতিবিদ বলেন, করোনা সঙ্কটে প্রাতিষ্ঠানিক পরিবেশের মানের বিষয়ের উপর গুরুত্ব দেয়াটা অপরিসীম। এবং এটা না হলে কার্যকরভাবে হোক সেটা গণমাধ্যম বা স্বাস্থ্যখাত কোনোটির কাঙ্খিত ভূমিকা পালন করা কঠিন হবে। কাজেই আমাদের সার্বিকভাবে খুবই কার্যকর এবং আস্থা তৈরির প্রাতিষ্ঠানিক পরিবেশ তৈরি করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।