Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে জঙ্গি আস্তানায় অভিযান, আটক ৪

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের টঙ্গিতে জঙ্গি আস্তানার সন্ধানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দক্ষিণাঞ্চলের সাবেক নেতা ও প্রশিক্ষকসহ সক্রিয় চার সদস্যকে আটক করেছে র‌্যাব। উদ্ধার করা হয় বিস্ফোরক, বোমা, বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র ও শতাধিক রাউন্ড গুলি। র‌্যাব জানায়, নাম পরিচয় গোপন রেখে তারা বাসা ভাড়া নিয়ে নাশকতার পরিকল্পনা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তা জানতে পেরে ভোররাতে সেখানে অভিযান চালানো হয়। টঙ্গি মোক্তার বাড়ি এলাকায় চালানো এ অভিযানে আটক হয় ওই চারজন। আটককৃতরা হলেন, মাহমুদ হাসান তানভীর, প্রশিক্ষক আমিনুল আকবরসহ সক্রিয় সদস্য নাজমুল সাকিব ও শরিফুল শুভ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পর র‌্যাব জানায়, জেএমবির দক্ষিনাঞ্চলের সাবেক আমির তানভীর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ফিশারি এন্ড মেরিন বায়ো সাইন্সের শিক্ষার্থী। ২০০৫ সালে নবম শ্রেণিতে পড়ার সময় জেএমবির সাথে জড়িত হন। এরপর ২০১৪ সাল পর্যন্ত সংগঠনের অর্থ ও সদস্য সংগ্রহ করে আসছিলো। ধীরে ধীরে বোমা বানানোর কৌশলও রপ্ত করে তানভীর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ