বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফেনী জেলা সংবাদদাতা : ফেনীর ফতেহপুর রেলওয়ে ক্রসিংয়ে একটি ট্রাকের উপর মালবাহী ট্রেনের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ইঞ্জিন উল্টে রেললাইন ও মহাসড়কের উপর আছড়ে পড়েছে। আজ ভোররাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ফেনী রেল স্টেশনের উপ-সহকারী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান জানান, ভোর সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা গামী মালবাহী একটি ট্রাক মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলওয়ে ক্রসিং এলে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এসময় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী একটি মালবাহী ট্রেন ফতেহপুর রেলওয়ে ক্রসিং পার হওয়ার সময় ট্রাকটিকে সজরে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ইঞ্জিনটি ছিটকে পড়ে যায়। পরে ফেনী থেকে আরেকটি ইঞ্জিন ঘটনাস্থলে যেয়ে মালবাহী ট্রেনটিকে টেনে ফেনী রেলওয়ে স্টেশনে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটিকে উদ্ধারে চট্টগ্রাম ও লাকসাম জংশন থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। রিলিফ ট্রেনগুলি এলে ক্ষতিগ্রস্ত ইঞ্জিলটি উদ্ধার করে ট্রেন চলাচল শুরু হবে বলে তিনি জানান। এদিকে মহাসড়কের উপর ক্ষতিগ্রস্ত ইঞ্জিল ও ট্রাকটি পড়ে থাকায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে গাড়ী ধীরগতিতে চলাচল করছে। কিছুসংখ্যক যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহন বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।