Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সব শুল্ক ও ভ্যাট কার্যালয় খোলা রাখার নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ৬:৫০ পিএম

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও ভ্যাট বিভাগের মাঠ পর্যায়ের সব কার্যালয় খোলা থাকবে। মঙ্গলবার (৫ মে) এই দুটি বিভাগের আওতাধীন বিভাগ বা দপ্তর, জেলা-উপজেলা পর্যায়ের কার্যালয়গুলো খোলার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হয়। আমদানি-রপ্তানি নিরবিচ্ছিন্ন রাখার জন্য দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলো খোলা রাখা হবে। অবশ্য এত দিন কাস্টমস হাউসগুলো সীমিত পরিসরে খোলা ছিল।

করোনাভাইরাস মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ