Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় ৬ শতাধিক দোকানের ৫ লক্ষাধিক টাকা ভাড়া মওকুফ

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ৫:৫৭ পিএম

করোনাভাইরাসের কারনে লক ডাউনে থাকা দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কে এম লাতীফ ইনষ্টিটিউশনের মালিকাধীন পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশহরে কেএম লাতীফ সুপার মার্কেটের প্রায় ৬০০ টি দোকানের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। দোকানগুলোর মোট ভাড়া ৫ লাখ ১০ হাজার টাকা। কে এম লাতীফ ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, সম্প্রতি ম্যনেজিং কমিটির জরুরী সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

কে এম লাতীফ ইনষ্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি ও আ‘লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর জানান, করোনা পরিস্থিতিতে গত ২৬ মার্চ থেকে সরকারি নির্দেশনা ও লক ডাউনে থাকা মার্কেটের সব দোকান ঘর বন্ধ থাকায় ব্যবসায়ীরা মারাত্মকভাবে অর্থনৈতিক মন্দার সম্মুখীন হয়েছেন। সে বিষয়টি মানবিক বিবেচনায় রেখে এপ্রিল মাসের ভাড়া মওকুফ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ