Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বোর্ড সভার তারিখ ঘোষণা পুঁজিবাজারে বিভিন্ন কোম্পানির

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বোর্ড সভায় কোম্পানিগুলোর দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও একটি কোম্পানির সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে আলোচনা করা হবে। ডিএসই লিস্টিং রেগুলেশন-২০১৫-এর ১৬(১) অনুযায়ী, কোম্পানিগুলোর এই বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে সর্বসাধারণের জন্য কোম্পানির আর্থিক অবস্থা প্রকাশ করা হবে। সভার তারিখ নির্ধারণ করা কোম্পানিগুলো হলো বাটা সু, নিটল ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, গ্লাক্সো স্মিথক্লাইন এবং প্রাইম ইন্স্যুরেন্স। ডিএসইর ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, গতকাল বিকাল সাড়ে ৪টায় গ্লাক্সো স্মিথক্লাইনের বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া আসছে ২৩ জুলাই বিকাল ৪টায় প্রাইম ইন্স্যুরেন্স, ২৪ জুলাই বিকাল ৩টায় রিপাবলিক ইন্স্যুরেন্স, ২৫ জুলাই বিকাল ৪টায় নিটল ইন্স্যুরেন্স, ২৮ জুলাই দুপুর আড়াইটায় বাটা সু এবং বিকাল সাড়ে ৩টায় রূপালী লাইফের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভায় সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে আলোচনা করা হবে। এদিকে বোর্ড সভার তারিখ পরিবর্তন করেছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠানটির বোর্ড সভা ২৬ জুলাইয়ের পরিবর্তে ২৭ জুলাই দুপুর ২-৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোর্ড সভার তারিখ ঘোষণা পুঁজিবাজারে বিভিন্ন কোম্পানির
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ