Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাউফলের শিক্ষক-কর্মচারীরা ২০ লক্ষ ৪৯ হাজার ৩৮৭ টাকা দিলেন প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে

বাউফল (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ৫:২৯ পিএম

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে মোট ২০ লক্ষ ৪৯ হাজার ৩ শত ৮৭ টাকা জমা দিয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বেসরকারি এমপিও ভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষক-কর্মচারীরা। এর মধ্যে বাউফলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ৬ লক্ষ ৫০হাজার টাকা , কলেজগুলো ৩ লক্ষ ১০ হাজার ২ শত টাকা, মাধ্যমিক বিদ্যালয়গুলো ৫ লক্ষ ৬ হাজার টাকা ও উপজেলার দাখিল ,আলিম ও ফাজিল পর্যায়ের মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা ৫ লক্ষ ৮৩ হাজার ১ শত ৮৭ টাকা জমা দিয়েছেন। বিভিন্ন সময়ে নিজ নিজ অধিদপ্তরের মহাপরিচালকের ব্যাংক হিসেবে ওই টাকাগুলো জমা দিয়েছেন তারা।
বাউফল দাশপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা ইয়াসমিন লিপি জানান, তাঁর বিদ্যালয়ের ১৩ জন শিক্ষক-শিক্ষিকার প্রাপ্য বৈশাখী ভাতার ২০ শতাংশ হিসেবে ৯ হাজার ৫ শত টাকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালকের ব্যাংক হিসেবে জমা দিয়েছেন।
নাজিরপুর- ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুব আলম জানান, তাঁর প্রতিষ্ঠানের ১৬ জন শিক্ষক কর্মচারীদের এক দিনের বেতন ১০ হাজার ৭শত টাকা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালকের ব্যাংক হিসেবে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিয়েছেন।
বগা ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির জানান, তাঁর শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষক-কর্মচারীদের এক দিনের বেতন ৪৭ হাজার ৬ শত টাকা উচ্চ শিক্ষা অধিদপ্তর মহাপরিচালকের ব্যাংক হিসেবে জামা দিয়েছেন।
কেশবপুর ফজলুল হক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোঃ ইউনুছ জানান, তাঁর প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষক-কর্মচারীরা একদিনের বেতন ১৭ হাজার ৪ শত টাকা মাদ্রাসা অধিদপ্তর মহাপরিচালকের ব্যাংক হিসেবে জমা দিয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম বলেন, করোনা প্রাদুর্ভাব মোকাবিলা সহায়তা করতে বেসকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা স্বেচ্ছায় এগিয়ে এসেছেন। তাঁদের একদিনের সমপরিমান বেতন আর্থিক সহায়তা হিসেবে ১৩৭ টি শিক্ষা প্রতিষ্ঠান ১৩ লক্ষ ৯৯ হাজার ৩ শত ৮৭ টাকা মাধ্যমিক অধিদপ্তর ,উচ্চ শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা অধিদপ্তর মহাপরিচালকের ব্যাংক হিসেবে গত ২৩ এপ্রিল পর্যন্ত জমা দেয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রিয়াজুল হক বলেন, উপজেলা কর্মরত ২৩৯ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ৬ লক্ষ ৫০হাজার টাকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালকের ব্যাংক হিসেবে জমা দিয়েছেন। তাঁদের বৈশাখী ভাতা হিসেবে প্রাপ্য অর্থের ২০ শতাংশ টাকা আর্থিক সহায়তা হিসেবে ওই তহবিলে প্রদান করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ