প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কোভিড-১৯ সংক্রমণ রোধে পার্শ্ববর্তী দেশ ভারতে চলছে লকডাউন। টানা লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুররা। এতে আর্থিকভাবে অসচ্ছলতার পাশাপাশি খাদ্য সংকটে পড়েছেন তাঁরা। ইতোমধ্যে তাদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন সম্পদশালীরা। এ তালিকায় পিছিয়ে নেই শোবিজ তারকারাও।
এবার করোনা ভাইরাস মোকাবিলায় অসচ্ছলদের পাশে দাঁড়াতে গিয়ে বিতর্কে জড়ালেন সালমান খান। সম্প্রতি অভিনেতা একটি ভিডিও শেয়ার করেছেন। আর ভিডিওটি অন্তর্জালে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা-সমালোচনা।
ভিডিওতে দেখা যাচ্ছে, দুর্যোগ মোকাবিলায় দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছেন সালমান ও তাঁর পরিবার। সেখানে বাহিরের লোকজনও ছিলেন। স্টোর রুম থেকে এক লাইনে দাঁড়িয়ে ট্রাকে ত্রান সামগ্রী তুলছেন সবাই। কিন্তু কেউই সুরক্ষা সামগ্রী পড়েননি। এমনকি নিয়ম মেনে দুরত্ব বজায় রাখতেও দেখা যায়নি তাদের।
কিছুদিন আগে এক ভিডিও বার্তায় ভাইজান সবাইকে করোনায় দিক নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছিলেন। কিন্তু নিজেই নিয়ম ভঙ্গ করায় সমালোচনার মুখে পড়তে হলো সালমান খানকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।