Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কো¤পানি লিমিটেডের চুক্তি

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কো¤পানি লিমিটেডের (ডিপিডিসি) মধ্যে সম্প্রতি পার¯পরিক চুক্তি স্বাক্ষরিত হয়। ডিপিডিসির কনফারেন্স কক্ষে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, ইউসিবির শাখা নেটওয়ার্কের মাধ্যমে ডিপিডিসির গ্রাহকদের সকল প্রকার বিল সংগ্রহ ও প্রদান স¤পন্ন হবে। এই বিষয়টি তত্ত্বাবধান করবে ইউসিবির কর্পোরেট ক্যাশ ম্যানেজমেন্ট ও মার্কেটিং ডিভিশন এবং তারা অনলাইন লিংকের মাধ্যমে লেনদেনের তথ্য ডিপিডিসিকে প্রদান করবে। ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম ও ডিপিডিসির কো¤পানি সেক্রেটারি মোহাম্মদ মুনীর চৌধুরী স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল হাসান (অব.), ইউসিবির কর্পোরেট ক্যাশ ম্যানেজমেন্ট ও মার্কেটিং ডিভিশনের প্রধান খন্দকার জীবানুর রহমান; ইউসিবির কর্পোরেট ক্যাশ ম্যানেজমেন্ট ও মার্কেটিং ডিভিশনের হেড অব কর্পোরেট রিলেশনশিপ তারেক উদ্দিন; ডিপিডিসির এক্সিকিউটিভ ডিরেক্টর (ফিন্যান্স) মোহাম্মদ গোলাম মোস্তফাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কো¤পানি লিমিটেডের চুক্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ