Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে বকেয়া বেতনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে ন্যাশনাল পলিটেকনিক ইনষ্টিটিউট শিক্ষক-কর্মচারী

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ৪:১১ পিএম

ফরিদপুরে ৩ মাসের বকেয়া বেতনের দাবীতে সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে ন্যাশনাল পলিটেকনিক ইনষ্টিটিউট ফরিদপুর শাখার শিক্ষক কর্মচারী বৃন্দ। মঙ্গলবার দুপুরে শহরের কমলাপুর চানমারী কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে ঘন্টা ব্যাপী মানববন্দনে বেতনের দাবীতে বক্তব্য রাখেন ন্যাশনাল পলিটেকনিক ইনষ্টিটিউট ফরিদপুর শাখার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলরাম চন্দ্র দে,গনিত শিক্ষক কানিজ ফাতেমা,কম্পিউটার শিক্ষক রফিকুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ লুৎফর রহমান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । এসময় কলেজের ফরিদপুর শাখার ৩৬জন শিক্ষক ও কর্মচারী কর্মসুচিতে অংশ নেয়। এসময় কয়েক জন শিক্ষক কান্না জড়িত কন্ঠে বলেন, আমরা এই কলেজ থেকে সামন্য বেতন পাই,সরকারী স্কেল অনুযায়ী আমাদের বেতন দেওয়া হয় না । যে বেতন পাই তা দিয়ে আমাদের সংসার চলে না। বর্তমানে আমাদের ৩ মাসের বেতন বাকী রয়েছে,আমরা পরিবার পরিজন নিয়ে এই করোনার মধ্যে মানবেতর জীবন জাপন করছি। তারা আরো জানান, কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা আমাদের সাফ জানিয়ে দিয়েছে সেপ্টেম্বর প্রযর্ন্ত কোন বেতন পরিশোধ করা সম্ভব না। এই অবস্থায় আমরা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সহযোগীতা কামনা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ