Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত পাঁচজনের তিনজনই ঢাকার

করোনা সংবাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ১২:০৩ এএম

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৮২ জনের। তাদের মধ্যে তিনজনই ঢাকার। বাকিদের একজন সিলেটের এবং একজন ময়মনসিংহের। মৃত পাঁচ জনই পুরুষ। গতকাল সোমবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
হাজার ছুঁই ছুঁই পুলিশের সংখ্যা : দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬০ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯১৪ জনে। আর করোনাযুদ্ধে এ পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচ পুলিশ সদস্যের। ঢাকাসহ সারা দেশে ভাইরাসটিতে পুলিশে আক্রান্ত হয়েছেন ৯১৪ জন। গত রোববার এই সংখ্যা ছিল ৮৫৪। এর মধ্যে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশেই (ডিএমপি) আক্রান্ত হয়েছেন ৪৪৯ জন পুলিশ সদস্য। আক্রান্তদের মধ্যে মাঠ পর্যায়ের সদস্যই বেশি।
বাসায় চিকিৎসা নিচ্ছেন এমপি : করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সরকারি বাসায়ই অবস্থান করছেন এবং সেখানেই চিকিৎসা নিচ্ছেন নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অবস্থিত এমপিদের জন্য বরাদ্দকৃত নিজ ফ্ল্যাটে অবস্থান করছেন করোনা আক্রান্ত সাবেক এ হুইপ। সংসদের মেডিকেল সেন্টারের চিকিৎসক ছাড়াও হলি ফ্যামিলির এক চিকিৎসকের অধীনে রয়েছেন তিনি।
সাংবাদিক খোকনের স্ত্রী আইসিইউতে : করোনা সংক্রমণে মৃত্যুবরণকারী সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের স্ত্রী শারমিন সুলতানা রীনা করোনা আক্রান্ত হয়ে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। খোকন মারা যাওয়ার পর গত ১ মে তার ও তার ছেলের শরীরে করোনা শনাক্ত হয়। এতদিন তারা বাসায়ই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু রোববার রাতে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়া হয়।
কনস্টেবলের আত্মহত্যা : রাজধানীর খিলগাঁও তিলপাপাড়ায় বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে তোফাজ্জল হোসেন (৪০) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রটেকশন শাখায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার করোনা পরীক্ষায় নেগেটিভ আসলেও এটি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তিলপাপাড়া ১২নম্বর রোডের পাঁচ তলা ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
এক পরিবারের ১০ জন আক্রান্ত : ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে গতকাল সোমবার এক পরিবারের ১০ জনের করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে। ওই পরিবারে আগেই দুজন করোনা আক্রান্ত রোগী ছিল। ওই দুইজন শনাক্ত হওয়ার পর থেকেই পুরো পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। পরে পরিবারের সবার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এ নিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ