পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশব্যাপী চলছে লকডাউন। এ লকডাউন উপেক্ষা করে কর্মমুখী মানুষ ছুটছে সারাদেশে। প্রতিদিন সকালে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঢাকামুখী জনস্রোত যেন থামছে না।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে অধিকাংশ শিল্প কল-কারখানা বন্ধ রয়েছে। ঢাকাসহ তার আশপাশে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও গার্মেন্টস খোলা থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে শ্রমজীবীদের ঢল নেমেছে। চাকরি বাঁচাতে ঢাকাসহ বিভিন্ন এলাকায় নিজ নিজ কর্মস্থলে ফিরতে ছুটছেন এই শ্রমজীবীরা। তবে গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে বিভিন্ন যানবাহন পাল্টে কর্মস্থলে যাচ্ছেন তারা।
রাসেল নামে এক পোশাক শ্রমিক বলেন, আমি মালিককে ফোনে বলেছিলাম লকডাউন চলছে, কীভাবে আসবো। মালিক জানালেন কীভাবে আসবা সেটা তোমার ব্যাপার, না আসলে চাকরি থাকবে না। এখন দেখো তুমি কি করবা?
পোশাক শ্রমিক তানজিনা বলেন, আমি ঢাকায় গিয়ে কাজে ডুকবো, এ জন্য খুব ভোরে বাড়ি থেকে বের হয়েছি। ঢাকায় না গেলে আমার চাকরি থাকবে না।
বিআইডবিøউটিসি দৌলতদিয়াঘাট শাখার ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, সরকারি আদেশে সারাদেশে গণপরিবহন বন্ধ রয়েছে। নৌপথে শুধুমাত্র এ্যাম্বুলেন্স ও পন্যবাহি ট্রাকসহ জরুরি যানবাহন পারাপারের জন্য সীমিত আকারে ফেরি চলছে। কিন্তু প্রতিদিন সকাল থেকে মানুষের চাপে আমরা ঠিকমত পন্যবাহী যানবাহন পারাপার করতে পারছি না। প্রতিটি ফেরিতেই মানুষের উপচে পড়া ভীড়। এরা সকলেই বিভিন্ন গার্মেন্টস ও অন্যান্য ছোট-খাটো কারখানা ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মী। করোনা ঝুঁকি থাকলেও ফেরিতে এদের এভাবে পারাপার ঠেকানো আসলে সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।