Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণমাধ্যমকর্মীদের দিকে নজর দিন

প্রধানমন্ত্রীর প্রতি জিএম কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ১২:০৪ এএম

গণমাধ্যমে কর্মরত অনেকের বেতন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। গতকাল সোমবার এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, করোনা মহামারীর মধ্যে অনেক সাংবাদিকের চাকরি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অনেকের বেতনদেওয়া হচ্ছে না, ছাটাইয়ের কথা শোনা যাচ্ছে। এমন বাস্তবতায় গণমাধ্যম কর্মীদের জন্য সরকারের বিশেষভাবে দৃষ্টি দেওয়া জরুরি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে জাপা চেয়ারম্যান বলেন, বেসরকারি খাতের গণমাধ্যমকর্মীরা যেন চাকরিচ্যুত না হয়, সময় মতো যেন বেতন পান এবং সুরক্ষিতভাবে কাজ করতে পারে আপনাকে বিষয়টি খেয়াল রাখতে হবে।
গণমাধ্যমকর্মীদের বিষয়ে জিএম কাদের আরও বলেন, করোনা যুদ্ধে আমাদের গণমাধ্যমকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন। তাদের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন এবং একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি অভিযোগ করে বলেন, করোনা যুদ্ধে ডাক্তার, আইন শৃংখলা বাহিনীর সদস্যসহ যারা মাঠে আছেন, তাদের মতো সাংবাদিকরাও সুরক্ষা পাচ্ছেন না। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন সাংবাদিকরা, কিন্তু তাদের ক্ষতিপূরণের নিশ্চয়তা নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ