Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে আরেক খাদ্যবান্ধব ডিলারের ৫০হাজার টাকা জরিমানা ও লাইসেন্স বাতিল

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মে, ২০২০, ৮:৩১ পিএম

সোমবার (০৪.০৫.২০২০) বিকালে টাঙ্গাইলের সখিপুরে সোহরাব আলী নামে আরেক খাদ্যবান্ধব ১০টাকা কেজি চালের ডিলারকে ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে ৫০হাজার টাকা জরিমানা ও লাইসেন্স বাতিল করা হয়েছে। একই সাথে যাদবপুর ইউপি সদস্য মুহম্মদ মিনহাজ উদ্দিনের নামে মামলা দায়ের করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,খাদ্যবান্ধব ১০টাকা কেজি চালের ডিলার সোহরাব ঘেচুয়া দেওদিঘী বাজারে বিক্রয় কেন্দ্র ছিল। সোহরাব ডিলার থাকলেও বিক্রয়কেন্দ্র সর্বক্ষন পরিচালনা করতো তার বড় ভাই উপজেলা আ.লীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক যাদবপুর ইউপি সদস্য আসাদুজ্জামান আক্কাছ। কার্ডধারীকে চাল না দিয়ে রেজিঃ খাতায় নিজেই দস্তখত করায় সোহরাব আলীকে ৫০হাজার টাকা জরিমানা ও লাইসেন্স বাতিল করা হয়েছে। একই অপরাধে অপর ইউপি সদস্য মিনহাজ উদ্দিনের নামে দুদক মামলা করবে বলে জানা গেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা লিজা। যাদবপুর ইউপি চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) এএইচএম লুৎফুল কবীর বলেন,ইউপি সদস্য মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এজাহার দিয়েছেন,তবে সম্ভবত দুদকে মামলা হবে। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন,অনিয়ম পাওয়ায় খাদ্যবান্ধব ১০টাকা কেজি চালের ডিলার সোহরাবকে ৫০হাজার টাকা জরিমানা ও লাইসেন্স বাতিল করা হয়েছে। আর ইউপি সদস্য মিনহাজ উদ্দিনের নামে মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ্য,এর পূর্বে খাদ্যবান্ধব ডিলার উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আরিফ সরকারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দেড় লাখ টাকা জরিমানা করা হয় এবং অপর ডিলার উপজেলা আ.লীগ সদস্য ইব্রাহীম এর নিকট থেকে টাঙ্গাইল ডিবি পুলিশ ১২ বস্তা চাল উদ্ধার করে দুইজনকে গ্রেফতার করে মামলা দায়ের করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ