বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সোমবার সকালে মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুরের কৃষক আরব আলীর জমিতে কৃষি ভুর্তকির কেনা কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনে চলতি মৌসুমের বোরো ধান কাটার কার্যক্রম উদ্বোধন করেছেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। মেশিনটি নিশ্চিন্তপুর গ্রামের কৃষক হেমায়েত আলী ভর্তুকির মাধ্যমে পেয়েছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিন, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, মাগুরাতে আগে থেকেই ১১টি কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন আছে। এ বছর নতুন করে আরো ৭টি মেশিন যুক্ত করা হয়েছে। প্রত্যেকটি মেশিনের মাধ্যমে ঘন্টায় ১ একর জমির ধান কাটা সম্ভব। এতে করে শ্রমিক সংকট দুর করার পাশাপাশি শতকরা ৩ ভাগ খরচ সাশ্রয় হয়।
২০ লাখ টাকার প্রতিটি মেশিনের মোট মুল্যের শতকরা ৫০ ভাগ সরকারিভাবে ভর্তুকি দেয়া হয়েছে। মেশিন মালিকরা এটির ভাড়া ভিত্তিতে বিভিন্ন কৃষকের ক্ষেতের ধান কাটবেন।
স্থানীয় কৃষকরা জানান, প্রতি এক একর জমির ধান ৪ হাজার টাকা ভাড়া দিয়ে তারা কাটতে পারছেন। এতে সময় যেমন বাচছে, তেমনি দিনমজুর লাগিয়ে ধান কাটার খরচ বাচছে ৫০ শতাংশ।
মাগুরা সদর উপজেলার আদর্শ কৃষক মোঃ সিরাজুল ইসলাম জানান, ‘এখন ভরা মৌসুমে মেশিনের সিরিয়াল পেতে কষ্ট হচ্ছে, মেশিন গুলো আরো সহজলভ্য হলে ভালো হতো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।