Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ত্রানের দাবিতে রংপুরে সিটি করপোরেশন ঘেরাও

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মে, ২০২০, ৬:১১ পিএম

পর্যাপ্ত ত্রাণ সহায়তার দাবিতে সড়ক অবরোধ ও রংপুর সিটি করপোরেশন ঘেরাও করে বিক্ষোভ করেছেন শ্রমিকসহ নিম্নআয়ের সাধারণ মানুষ। এ সময় বিক্ষুব্ধরা বিভিন্ন স্লোগান দিয়ে নগরীর গুরুত্বপুর্ণ সড়কে যান চলাচল বন্ধ করে দেন।
আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত রংপুর সিটি করপোরেশনের সামনে বিক্ষোভ মিছিল চলে। এসময় নগরীর সিটি বাজারের কাছ থেকে টাউন হল চত্বরের গেট পর্যন্ত প্রধান সড়কটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসময় বিক্ষোভকারীদের বাধার মুখে যানবাহন চলাচল ব্যাহত হওয়াতে গুরুত্বপূর্ণ সড়ক জুড়ে যানজট সৃষ্টি হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আসা রিকশা, ভ্যান, ঠেলা ও অটোবাইক শ্রমিকসহ শত শত দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ অংশ নেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, মহামারি করোনা মোকাবিলায় লক ডাউনের কারণে দীর্ঘদিন ধরে তারা বেকার হয়ে পড়ে আছে। সরকারি, বেসরকারিভাবে তেমন ত্রাণ সহায়তা পাচ্ছেন না। এতে হাত গুটিয়ে বসে থাকায় পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। এই পরিস্থিতিতে তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন।
বিক্ষোভকারীরা জানান, পাঁচ কেজি চাল আর সামান্য তেল ডাল দিয়ে এক মাস সংসার চলে না। ঘরে রাখতে হলে পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিতে হবে। অন্যথায় উপার্জনের বাহন নিয়ে সড়কে নামার ব্যবস্থা করে দিতে হবে।
এক পর্যায়ে বিক্ষোভকারীরা সিটি করপোরেশনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন মিঞা, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিয়ার রহমান সাফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলগন উপস্থিত হন। তাদের দাবি-দাওয়া শোনার পরে মেয়রের আশ্বাসে বিক্ষোভকারীরা চলে যান। পরে স্থানীয় শ্রমিক নেতাদের সাথে বৈঠকে বসার সিদ্ধান্ত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ