Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে সেনাবাহিনী প্রধানের খাদ্য সামগ্রী বিতরণ

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মে, ২০২০, ৫:৫১ পিএম

চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিন উপজেলা করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (৩ মে ) মতলব সরকারি ডিগ্রি কলেজ মাঠে সেনাবাহিনী প্রধানের পক্ষে বিতরণ করেন মেজর খাইরুল। হতদরিদ্র মানুষের মাঝে চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। শনিবার (২ মে) মতলব উত্তর উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মতলব দক্ষিন উপজেলায় বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মতলব দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিএইচ কবির আহম্মেদ, মতলব পৌরসভার মেয়র আলহাজ আওলাদ হোসেন লিটন ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা এমএ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চন্দন সাহা, বাদল নন্দী, গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদসহ নেতৃবৃন্দ।
খাদ্যসামগ্রী বিতরণের পূর্বে মেজর খাইরুল বলেন, আতঙ্ক নয়, জনসচেতনতাই করোনাভাইরাস প্রতিরোধের একমাত্র উপায়। আপনারা ঘরে থাকবেন। জরুরি প্রয়োজন ব্যতীত কেউ ঘর থেকে বের হবেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ