Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

করোনা পরিস্থিতিতে বিশেষ বিবেচনায় কুড়িগ্রাম কারাগার থেকে ৬ বন্দীর মুক্তি

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মে, ২০২০, ৪:০৪ পিএম

করোনাভাইরাস বিস্তার রোধে সরকারের বিশেষ বিবেচনায় কুড়িগ্রাম কারাগার থেকে ৬ বন্দীকে মুক্তি দেয়া হয়েছে।
গত দুইদিনে (রোববার ও সোমবার) ১ বছরের কম সাজাপ্রাপ্ত ৬ বন্দীকে জরিমানা নিয়ে মুক্তি দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রামের জেলার মো: লুৎফর রহমান।
জেলার জানান, কুড়িগ্রাম কারাগারের বন্দী ধারণ ক্ষমতা ১৬৩ জন হলেও বর্তমানে হাজতী ও কয়েদী বন্দী রয়েছে ৭৪৭ জন। সরকারী নির্দেশনায় বন্দী মুক্তির জন্য ৫৭ জনের তালিকা পাঠানো হয়েছিল। এদের মধ্যে দুই দফায় ৬ জনের মুক্তির তালিকা আসলে তাদের জরিমানা নিয়ে মুক্তি দেয়া হয়। মুক্তি পাওয়া বন্দীদের অনেকেরই সাজার মেয়াদ শেষ পর্যায়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ