Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলের নাগরপুরে কর্মহীন গণপরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মে, ২০২০, ৪:০০ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা গণপরিবহন শ্রমিক ও ঢাকা ফেরত সিএনজি শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার বাসস্ট্যান্ডে কর্মহীন এ সকল শ্রমিকদের মাঝে সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। এ সময় উপজেলার ৮৩ জন কর্মহীন শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সৈয়দ ফয়েজুল ইসলাম এ সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশনা মানতে গিয়ে যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের পাশে সরকার শুরু থেকে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছে। কর্মহীন যে সকল মানুষ এখনও খাদ্য সহায়তা পায়নি তাদের মাঝেও পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
এছাড়া আমরা আমাদের হট লাইন সার্ভিসের মাধ্যমে প্রতিনিয়ত দুস্থ ও কর্মহীনদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। খাদ্য সামগ্রী বিতরণে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ