বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কালীগঞ্জে অসহায় হতদরিদ্রদের সরকারি বিভিন্ন ভাতা কার্ড পাইয়ে দেবার প্রলোভন দেখিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে এক মহিলা ইউপি সদস্য। তিনি হলেন উপজেলার ৮নং মালিয়াট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শাহিনা বেগম। তার এহেন অপকর্মের বিচার চেয়ে ভুক্তভোগী কমেলা বেগম রোববার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রতারনার শিকার ওই গ্রামের ১০ জন ভুক্তভোগী স্বাক্ষরিত অভিযোগ পত্রে উল্লেখ করেছেন, ওই মহিলা সদস্য শাহিনা বেগম নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে এলাকার মানুষের সাথে প্রতারনা করে আসছেন। তিনি তার ওয়ার্ডের পাঁচকাহুনিয়া গ্রামের অসহায় দুঃস্থ্য নারীদের বিধবা ভাতা, পুরুষদের বয়স্কভাতা, পঙ্গুভাতা ও সরকারি অ-গভীর নলকুপ পাইয়ে দেবার কথা বলে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়াও ওই গ্রামের হতদরিদ্র মহিলা ফরিদা বেগমের ১৫ মাসের ভিজিডির চাল উত্তোলন করে আত্মসাৎ করেছেন। টাকা নিয়ে সে গত এক দেড় বছর ধরে ভুক্তভোগীদের সাথে নানা তালবাহানা করছিল। সর্বশেষ বাধ্য হয়ে অসহায় ক্ষতিগ্রস্থরা কালীগঞ্জ ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন।
ইউপি সদস্য শাহিনা বেগম তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলেন, অভিযুক্তদের অনেকেরই তিনি চিনেন না। পরিষদের কাজ কর্ম তার স্বামী ফসিয়ার মৃধাই বেশি করেন। তিনি কারো নিকট থেকে কোন টাকা নেননি। তবে তার স্বামী টাকা নিয়েছেন কিনা শুনে পরে জানাবেন। এর কিছু সময় পরই আব্দার রহমান নামে শাহিনা বেগমের এক প্রতিবেশি মোবাইল করে সাংবাদিকদের জানান, মহিলা সদস্য নির্দোষ। সে কোন টাকা নেয়নি। তার নামে অভিযোগ করে একটি পক্ষ হয়রানীর চেষ্টা করছ্।ে
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্না রানী সাহা জানান, দুঃস্থ অসহায়দের কার্ড দেবার কথা বলে এক মহিলা ইউপি সদস্যর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তিনি অভিযোগের তদন্তপূর্বক দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।