Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পুঁজিবাজারে সূচকের পতন

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সপ্তাহের পঞ্চম কার্যদিবস গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। তবে এদিন ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে। এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক কমেছে ২ দশমিক ৩৭ পয়েন্ট।
আর সিএসইতে সিএসসিএক্স সূচক কমেছে ৭ পয়েন্ট। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪১৫ কোটি ৪৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৬১ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের চেয়ে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৫৪ কোটি ৬০ লাখ টাকা। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৪৫ কোটি ৩ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি ৬৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫৪ কোটি ৬০ লাখ টাকা। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৫ পয়েন্টে এবং ১ দশমিক ৫৬ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ১৪৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৬৮টি কোম্পানির শেয়ার দর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো বিএসআরএম লিমিটেড, অ্যাকমি ল্যাবরেটরিজ, ইসলামী ব্যাংক, মবিল যমুনা, গ্রামীণ ফোন, বেক্স ফার্মা, ডিবিএইচ, স্কয়ার ফার্মা, শাহজিবাজার পাওয়ার এবং লাফার্জ সুরমা সিমেন্ট।
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৭০ কোটি ৪১ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ৩৮ কোটি ৪৩ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৭ দশমিক ৯০ পয়েন্ট কমে ৮ হাজার ৫১৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১২ দশমিক ০৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৯৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৮২ পয়েন্ট কমে ১ হাজার ৪৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪০ দশমিক ৪৬ পয়েন্ট কমে ১২ হাজার ৯০০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১২৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৩টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ব্র্যাক ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, লংকা-বাংলা ফাইন্যান্স, মবিল যমুনা, ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক, অ্যাকমি ল্যাবরেটরিজ, বিএসআরএম লিমিটেড, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং কেপিসিএল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঁজিবাজারে সূচকের পতন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ