Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

পুঁজিবাজারে সূচকের পতন

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইএক্স কমেছে মাত্র ৩ পয়েন্ট এবং সিএসসিএক্স কমেছে ১১ পয়েন্ট। তবে এদিন ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে। গতকাল সোমবার ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এতথ্য জানা গেছে।
উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৯২ কোটি ৬৪ লাখ টাকা। গত রোববার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৪৫৭ কোটি ৭৮ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৩৪ কোটি ৮৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৬৩ কোটি ৭০ লাখ টাকা। গত রোববার লেনদেন হয়েছিল ৪২৭ কোটি ৯৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৫ কোটি ৭৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪২৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৯৫ পয়েন্ট কমে ১ হাজার ৮৯ পয়েন্টে এবং ০ দশমিক ৯৭ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৩৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১৫৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- তিতাস গ্যাস, লাফার্জ সুরমা সিমেন্ট, সাইফ পাওয়ারটেক, মবিল যমুনা, শাহজিবাজার পাওয়ার, লিন্ডে বাংলাদেশ, বিএসআরএম লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট, ইউনাইটেড এয়ার এবং ইসলামী ব্যাংক।
অন্যদিকে, এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৮ কোটি ৯৪ লাখ টাকা। গত রোববার লেনদেন হয়েছিল ২৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ৮৮ লাখ টাকার বেশি। এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১১ দশমিক ৮৫ পয়েন্ট কমে ৮ হাজার ২৯৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৯ দশমিক ৩২ পয়েন্ট কমে ১৩ হাজার ৬১২ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সিএসই-৫০ সূচক ০ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৯ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৭৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১২৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-লাফার্জ সুরমা সিমেন্ট, তিতাস গ্যাস, সাইফ পাওয়ারটেক, ইউনাইটেড এয়ার, জাহিন স্পিনিং, বিএসআরএম লিমিটেড, ডোরিন পাওয়ার, কেয়া কসমেটিকস, এসিআই ফর্মুলা এবং শাহজিবাজার পাওয়ার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঁজিবাজারে সূচকের পতন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ