Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘প্রণোদনা কেবল ধনী ব্যবসায়ীদের দেয়া হচ্ছে’

নাগরিক ঐক্যের আলোচনা সভায় ড. সালেহ উদ্দিন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মে, ২০২০, ১২:০৩ এএম

বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, লকডাইনের কারণে সরকার যেসব প্রণোদনা ব্যাংকের মাধ্যমে দিচ্ছে, তা মূলত ধনী ও বড় ব্যবসায়ীদের জন্য। মাঝারি বা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নয়। যতটুকু রয়েছে ব্যাংকিং জটিলতার কারণে তারা সময় মতো সে সহায়তা পাবেন না। সে সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতারও অভাব রয়েছে। এজন্য এখনই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। গতকাল রোববার নাগরিক ঐক্য আয়োজিত ‘কোভিড ১৯: বৈশ্বিক মহামারি ও বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

আলোচনায় অংশ গ্রহণ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সদিচ্ছা বারবার ব্যর্থ হচ্ছে। কারণ ভালো কাজ একা একা করা যায় না। এর জন্য একটি সর্বদলীয় কমিটি দরকার। যাতে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ যেমন থাকবে, তেমনি কৃষক-শ্রমিকদের প্রতিনিধিত্বও থাকবে। তিনি আরো বলেন, দেশের দুই কোটি পরিবার অর্ধাহারে রয়েছে। সরকার গুদামে যথেষ্ট খাদ্য আছে দাবি করলেও তাদের কাছে ত্রাণ যাচ্ছে না। বড় দোকান খুলে দেওয়া হচ্ছে। কিন্তু ফুটপাতের হকারদের জন্য কোনো ব্যবস্থা নেই। গুদাম খালি নেই বলে সরকার কৃষকের কাছ থেকে ধান কিনতে পারছে না। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজমুদার বলেন, মানুষের জীবন রক্ষার ইস্যুতে সরকার সফল হতে পারেনি। তাদের প্রস্তুতির অভাব ছিল। মাহমুদুর রহমান মান্না বলেন, করোনা পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক সঙ্কট এবং সামগ্রিক পরিস্থিতি মোকাবিলা করার জন্য এখনই দেশের অর্থনীতিবীদ, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী, এনজিও প্রতিনিধির সমন্বয়ে ৩-৫ বছর মেয়াদী একটি স্থায়ী ‘জাতীয় পুনর্গঠন কমিটি’ গঠন করতে হবে। এ সময় তিনি নাগরিক ঐক্যের পক্ষে ৮ দফা প্রস্তাব তুলে ধরেন।

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে বৈঠকস্থল ও অনলাইনে আরো বক্তব্য রাখেন বিপ্লাবী ওয়ার্কার্স পার্টিও সাধারণ সম্পাদক সাইফুল হক, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন প্রমূখ। #



 

Show all comments
  • শওকত আকবর ৪ মে, ২০২০, ১০:০৬ এএম says : 0
    আমি প্রত্যান্ত গ্রামান্চলের একজন খুদ্র ডেকোরেটর ব্যাবসায়ী।কলেজ পড়ুয়া ছেলেকে নিয়েই ডেকোরেশনের কাজ করি।বেশ কিছু বিবাহ ও কুলখানি অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।ভেবেছিলাম ঘোষিত প্রনোদনার ঋন পাইতে পারি সে আশা ও দু´রাশা।
    Total Reply(0) Reply
  • শওকত আকবর ৪ মে, ২০২০, ১০:২১ এএম says : 0
    সারা জীবন ভাবতাম জীবনটে ভিখ্খার ঝুলি নয়।তাই পাটকলের মাননিয়ন্ত্রন করেছি।নিজের হাত দুটোকে কর্মের হাত বানিয়েছি।গ্রামের বাড়ি ফিরে এসে নিজের হাতে গেট প্যান্ডেল ডাইস তৈরীর কাজ করি।ছেলেটাকেও শিখিয়েছি এ কাজ।এ কাজ করেই জীবিকা নির্বাহ করি।আজ ও বন্ধ ।।
    Total Reply(0) Reply
  • শওকত আকবর ৪ মে, ২০২০, ১০:৩২ এএম says : 0
    জানিনা সামনের চলার পথ কতটা পিচ্ছিল।অন্য কোনো কাজও জানিনা যে সেই কাজ করে জীবিকা অর্জন করবো।কবে যে দেশ করোনা মুক্ত হবে আল্লাহই ভালো যানে।হে আল্লাহ আমার কর্মের হাত দুটোকে ভিখ্খার হাতে পরিনত করোনা।আমি কাজ করেই জীবিকা নির্বাহ করতে চাই।।
    Total Reply(0) Reply
  • মোঃআনোয়ার হোসেন ৪ মে, ২০২০, ১০:৩৭ এএম says : 0
    সরকার বড় বড় ব্যবসায়ীদে ব্যাংক ঋণের সুদ মওকুফের ঘোষনা দিলেও এনজিওর ক্ষুদ্র ঋণের ব্যাপারে সরকার কোন ঘোষনা দেয়নাই এটা খুবই দুঃখজনক। ধনীরা আরো ধনী হবে।আর গরীবরা না খেয়ে জীবন যাপন করবে।
    Total Reply(0) Reply
  • মোঃআনোয়ার হোসেন ৪ মে, ২০২০, ১০:৩৭ এএম says : 0
    সরকার বড় বড় ব্যবসায়ীদে ব্যাংক ঋণের সুদ মওকুফের ঘোষনা দিলেও এনজিওর ক্ষুদ্র ঋণের ব্যাপারে সরকার কোন ঘোষনা দেয়নাই এটা খুবই দুঃখজনক। ধনীরা আরো ধনী হবে।আর গরীবরা না খেয়ে জীবন যাপন করবে।
    Total Reply(0) Reply
  • মোঃআনোয়ার হোসেন ৪ মে, ২০২০, ১০:৩৭ এএম says : 0
    সরকার বড় বড় ব্যবসায়ীদে ব্যাংক ঋণের সুদ মওকুফের ঘোষনা দিলেও এনজিওর ক্ষুদ্র ঋণের ব্যাপারে সরকার কোন ঘোষনা দেয়নাই এটা খুবই দুঃখজনক। ধনীরা আরো ধনী হবে।আর গরীবরা না খেয়ে জীবন যাপন করবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ