বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজবাড়ীর গোয়ালন্দে করোনাভাইরাস মোকাবেলায় ত্রাণ কার্যক্রম ও সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনের ব্যস্ততার মাঝে এক শ্রেণির অসাধু বালু ব্যবসায়ী মহোৎসবে মেতেছে। অবৈধভাবে ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে এরই মধ্যে এক সপ্তাহে ভেঙেছে ধান ও পাটসহ অন্তত ১০ বিঘা ফসলী জমি। হুমকিতে রয়েছে পুরো একটি গ্রামের কয়েকশ’ বসতবাড়ি।
গতকাল সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তমছের মাতুব্বার পাড়া এলাকার মরা পদ্মা নদীতে গিয়ে দেখা যায়, বাকপ্রতিবন্ধি কৃষক নুর ইসলাম অবাক দৃষ্টিতে তার ফসলী জমি নদী গর্ভে যাওয়ার দৃশ্য দেখছে আর চোখের পানি গামছা দিয়ে মুছছে। পাশে দুটি ড্রেজার মেশিন দিয়ে বালু কাটা হচ্ছে। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে সটকে পরে ড্রেজারের শ্রমিকরা। আস্তে আস্তে জড়ো হতে থাকে ওই এলাকার শতাধিক কৃষক।
এ সময় দৌলতদিয়া ইউনিয়নের তমছের মাতুব্বার পাড়া এলাকার বাসিন্দা সাবেক বিডিআর সদস্য আব্দুর রহিম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এই এলাকার বাকপ্রতিবন্ধি নুর ইসলামের ৭ বিঘা ফসলী জমি ধান ও পাটসহ নদীগর্ভে চলে গেছে।
তিনি আরো জানান, করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে এই এলাকার মানুষ। ধানই একমাত্র ভরসা। এভাবে ভাঙন অব্যহত থাকলে না থেয়ে থাকতে হবে এলাকার মানুষকে।
দৌলতদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্র্ডের সাবেক সদস্য আব্দুর রাজ্জাক বলেন, বালু খেকোরা এতই প্রভাবশালী ভয়ে কেউ মুখ খুলতে চায় না। বাঁধা দিলে তারা বলেন প্রশাসনকে ম্যানেজ করেই উত্তোলন করা হচ্ছে বালু। এভাবে ভাঙন অব্যহত থাকলে আসছে বর্ষায় চরম মূল্য দিতে হবে এলাকাবাসীকে। এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত প্রভাবশালী কুদ্দুস ও সোরহাবের মোবাইলে ফোন দিলেও বন্ধ পাওয়া গেছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াত হায়াত শিপলু বলেন, করোনাভাইরাস মোকাবেলায় প্রশাসনের ব্যস্ততার সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধুরা বালু উত্তোলন করছে। অচিরেই অভিযান চালিয়ে মরা পদ্মা থেকে বালু উত্তোলন বন্ধ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।