Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪ জনের মৃত্যু

করোনা উপসর্গ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০২০, ১২:০৩ এএম

প্রতিদিনই দেশের কোথাও না কোথাও করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। জ্বর, সর্দি, বমি, শ্বাস কষ্ট ও গলাব্যথা নিয়ে বিভিন্নস্থানে মৃত্যুবরণ করেন আরো চার জন। ডেস্ক রিপোর্ট- 

নোয়াখালী ব্যুরো : সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সামিয়া আক্তার (১৩) নামের এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। লকডাউন করা হয়েছে তার নানার বাড়ি। বাড়িটিতে ১৫টি পরিবারে সদস্য রয়েছে ৬৬ জন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়। সামিয়া আক্তার বেগমগঞ্জ উপজেলার লাউতলী এলাকার ওমান প্রবাসী শহিদ উল্যার মেয়ে।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান বলেন, মাদরাসা ছাত্রী সামিয়া গতকিছু দিন আগে তার নানা বাড়ি বেড়াতে আসে। গত কয়েকদিন ধরে সে জ্বর ও শ্বাস কষ্টে ভুগছিল। গতকাল সকাল ৭টার দিকে ওই বাড়িতে তার মৃত্যু হয়।

রাজশাহী : রাজশাহীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে তার মৃত্যু হয়। পরে রাতে বিষয়টি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে জ্বর, বমি ও গলাব্যথা নিয়ে হাসপাতালে আসেন ওই নারী। এরপর জরুরি বিভাগ থেকে তাকে খ্রিস্টান মিশন হাসপাতালে পাঠানো হয়।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, গত শুক্রবার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন ওই নারী। শনিবার দুপুরে তাকে রাজশাহীতে নিয়ে আসা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না, তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

পিরোজপুর : করোনা উপসর্গ নিয়ে পিরোজপুর জেলা হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে ওই নারীর মৃত্যু হয় বলে জানান পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিশির রঞ্জন অধিকারী।

মৃত্যুবরণ করা ওই নারীর বাড়ি শহরতলীর আলামকাঠি এলাকায়। গত বৃহস্পতিবার স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসে। তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল। করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় তাকে হাসপাতালে ভর্তির পর আইসোলেশন ইউনিটে নেয়া হয়। রাতে তিনি মারা যান।
চান্দিনা (কুমিল্লা) : কুমিল্লার চান্দিনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক কলেজছাত্রী (১৭) মৃত্যুবরণ করেছে। গত শনিবার বিকালে চান্দিনা উপজেলার ভোমরকান্দি গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু ঘটে। ওই কলেজছাত্রী পাশ্ববর্তী বরুড়া উপজেলার খোসবাস কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

নিহতের চাচা মাইজখার ইউনিয়ন পরিষদ মেম্বার সফিকুর রহমান জানান, গত ১৫-২০ দিন যাবৎ জ্বর-কাশিতে ভুগছিল সে। প্রাথমিকভাবে বাড়িতে চিকিৎসা নিয়ে তার শারীরিক অবস্থার উন্নতি না ঘটলে এক সপ্তাহ পূর্বে রামমোহন বাজারের একটি ডায়গনস্টিক সেন্টারে চিকিৎসা নেয়। সেখানে তার পরীক্ষা-নিরীক্ষাও করা হয়। তারপরও জ্বর কমেনি, সাথে যুক্ত হয় নিওমোনিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ