Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় সংক্রমণ অব্যাহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০২০, ১২:০৪ এএম

দেশের বিভিন্নস্থানে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। অনেকেই আবার করোনা পজেটিভ অবস্থায়ও একস্থান থেকে অন্যস্থানে যাচ্ছেন। এতে করে নতুন নতুন ব্যক্তির দেহে ছড়িয়ে পড়ছে কোভিড-১৯ ভাইরাস। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট-
বরিশাল : দক্ষিণাঞ্চলে গতকাল দুপুরের পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আরো ৬ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। এসময়ে হাসপাতালে ৪ জন কোভিড-১৯ রোগী ভর্তি হয়েছে। এর ফলে দক্ষিণাঞ্চলের ৬টি জেলায় করোনা সংক্রমণের সংখ্যা ১২৫ এ উন্নীত হল। নতুন সংক্রমণের মধ্যে বরিশালের উজিরপুরের মশাং-এ ১, বরগুনার গুদঘাটায় ১, সদর উপজেলার ২ ও ঝালকাঠিতে দুজন রোগী রয়েছে।
গতকাল দুপুর পর্যন্ত বরিশালে ৪১, বরগুনাতে ৩২, পটুযাখালীতে ২৭, পিরোজপুরে ৯, ঝালকাঠিতে ১১ ও ভোলাতে ৫ কোভিড-১৯ রোগীর সন্ধান নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। অপরদিকে সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলের ৬ জেলায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সংখ্যা ছিল ৯ হাজার ৯২৯ জন। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১০২ জনকে নতুন করে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

রাজশাহী : রাজশাহীর দুর্গাপুরে একদিনের ব্যবধানে আরও এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত যুবকের বাড়ি লকডাউন করা হয়েছে। শনিবার রাত ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভাপতি মহসীন মৃধা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এ নিয়ে দুর্গাপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল দুইজনে।

নোয়াখালী : হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয় (৩৭) এবং ওই হাসপাতালের এক পরিচ্ছন্নকর্মী (২৪)সহ জেলায় করোনা শনাক্ত হয়েছে আরও তিনজনের। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে ১৪ জন। জেলার বেগমগঞ্জ উপজেলায় ৬, সদরে ২, সোনাইমুড়ীতে ২, হাতিয়ায় ২, সেনবাগে ১ ও কবিরহাটে ১ জন রোগী রয়েছে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, উপজেলার নোয়াইন্ন ইউনিয়নে এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। সে সদ্য নারায়ণগঞ্জ ফেরত বলে জানা গেছে।

খুলনা : নারায়ণগঞ্জ থেকে খুলনার দাকোপ উপজেলায় আসা ২ নারী গার্মেন্টস কর্মীর করোনা শনাক্ত হয়েছে। এ তথ্য জানিয়েছেন খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ। তিনি জানান, খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত শনিবার মোট ১৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
দাকোপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোজাম্মেল হক জানান, করোনা আক্রান্ত ওই ২ জন হলেন দাকোপ উপজেলার খাটাইল গ্রামের। তারা ২ জন প্রতিবেশী।
চাঁদপুর : চাঁদপুরে করোনা পরিস্থিতি তুলনামূলক উন্নতির দিকে। করোনা টেস্ট বাড়লেও নতুন শনাক্তের হার অনেক কম। আগে সনাক্তকৃতরাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সর্বশেষ শনিবার একযোগে ৭০ জনের রিপোর্ট করোনা নেগেটিভ পাওয়া যায়। চিকিৎসকরা একে ইতিবাচক হিসেবে দেখছেন।
রংপুর : রংপুরে চিকিৎসক, নার্স ও পুলিশসহ নতুন করে আরও ১১ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেলে ১শ’ ৮৮ জনের নমুনা পরীক্ষা করে এই ১১ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়। এদের মধ্যে একজন শিশু রয়েছে।

গাইবান্ধা : গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় রোববার করোনাভাইরাসে নতুন করে এক ডাক্তার ও এক পুলিশের এসআইসহ চারজন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩ জন। এরমধ্যে একজন মারা গেছে। করোনা ভাইরাসে আক্রান্ত একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি ২১ জন গাইবান্ধা সদর হাসপাতালসহ বিভিন্ন আইসোলেসনে রয়েছে।
কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয় করোনায় আক্রান্ত হওয়ায় ওই হাসপাতালের তিনজন ডাক্তার, দুইজন নার্স ও একজন ওয়ার্ড বয়কে হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া আক্রান্ত ওয়ার্ড বয়কে বর্তমানে স্বাস্থ্যকমপ্লে­ক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঝালকাঠি : ঝালকাঠিতে নতুন করে দুইজনের করোনা শনাক্ত হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে গতকাল সকালে ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো নমুনা সংগ্রহের রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসে। এদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এ ঘটনায় আশে পাশের ২০টি বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন।

মৌলভীবাজার : মৌলভীবাজারের নরসিংদী ফেরত নতুন করে ১২ বছরের এক শিশু করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। পরিসংখ্যন অনুযায়ী আক্রান্তে পুলিশ সদস্য বেশী।
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে নতুন করে আরো ৪৯ জনের নমুনায় করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৬ জন মৃত্যু ৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার পাঁচগুণ হয়েছে।
নীলফামারী : নীলফামারীতে ৫ জন ব্যাংক কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ২১ জনে দাঁড়ালো। নতুন আক্রান্তরা হলো বাংলাদেশ ইসলামী ব্যাংক নীলফামারীর সৈয়দপুর শাখার ৪ জন কর্মকর্তা ও অপর জন ডিমলা উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডাঙ্গাপাড়া শাখার কর্মকর্তা।
লালপুর (নাটোর) : নাটোরের লালপুর উপজেলায় নতুন ৭ জন সহমোট ৭২ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল এই নতুন ৭ জনের নমুনা সংগ্রহ করে নাটোর সিভিল সার্জনের নিকট পাঠিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

দিরাই (সুনামগঞ্জ) : দেশে করোনাভাইরাসের অন্যতম উৎস নারায়ণগঞ্জ ফেরত আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউড়া গ্রামের রাসেন্দ্র বিশ্বাসের স্ত্রী বেলা রাণী বিশ্বাস (৩৫)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ