Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত্যুর খবর শুনলেই শঙ্কা বেড়ে যায় শাবানার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ৭:২৯ পিএম

ঢাকায় চলচ্চিত্রের এক সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী শাবানা। দীর্ঘদিন হয়ে গেলো রূপালী পর্দা থেকে নিজেকে দূরে সরে রেখেছেন তিনি। সংসারে মনোযোগী হয়ে স্বামী-সন্তানকে নিয়ে আবাস গড়েছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। ভালোই চলছিলো তার সংসার জীবন। কিন্তু করোনা অভিনেত্রীর সবকিছু এলোমেলো করে দিলো।

অদৃশ্য শক্তি করোনা ভাইরাস দেখা দিলে ঘরবন্দি হন শাবানা। বর্তমানে পরিবারসহ হোম কোয়ারেন্টিনে আছেন তিনি। প্রায় ৫৩ দিন হতে চললো গৃহবন্দি এ চিত্রতারকা। এত বছরের জীবনে কখনোই এভাবে দিন যাপন করেননি তিনি।

কোয়ারেন্টিনে থেকেও বৈশ্বিক সংকট নিয়ে বেশ চিন্তিত তিনি। যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশেও করোনা ভয়াবহ রূপ ধারন করেছে। প্রতিনিয়তই বাড়ছে মৃত্যুর মিছিল। আর তাতেই যেন শঙ্কা বাড়ছে শাবানার। তিনি বলেন, ´উন্নত প্রযুক্তি নির্ভর এমন দেশেও শতশত মানুষ মারা যাচ্ছে। এ তালিকায় আছেন অনেক বাঙালীরা। মৃত্যুর খবর শুনলেই শঙ্কা আরো বেড়ে যায় আমার।´

কোয়ারেন্টিনের এ সময়টি কিভাবে কাটছে? এমন প্রশ্নের উত্তরে নায়িকা বলেন, ´আমার সময় কেটেই যাচ্ছে। সারাদিনই কাজের মধ্যে ব্যস্ত রাখছি নিজেকে। আমি সংসারী মানুষ, তাই কাজ থেকেই যায়। এগুলো করেই সময় পার হয়ে যাচ্ছে।´

সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে শাবানা বলেন, ´ঘর থেকে এখনও মানুষ বের হচ্ছে। লকডাউন মানছে না, বুঝতে চাইছে না এর ভয়াবহতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকতে হবে সবাইকে। যদি আমরা নিজেরা নিরাপদ থাকি তাহলে পরিবার, সমাজ সুরক্ষিত থাকবে।´



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ