Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরণখোলায় দোকানিদের মধ্যে তাবু বিতরন

শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ৬:০৯ পিএম | আপডেট : ৬:১০ পিএম, ৩ মে, ২০২০

শরণখোলায় করোনা ভাইরাস সংক্রমন রোধে সামাজিক দুরত্ব বজায় রেখে বসানো হাটের প্রায় অর্ধশত দোকানিকে তাবু দিয়েছে রায়েন্দা ইউনিয়ন পরিষদ। রোববার দুপুরে ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন রায়েন্দা পাইলট সরকারি হাইস্কুল মাঠে অস্থায়ীভাবে বসানো হাটের কাচাঁতরকারি ও মাছ বিক্রেতাদের মধ্যে এ তাবু বিতরন করেন।
ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন জানান, সামাজিক দুরত্ব বজায় রাখতে এপ্রিল মাসের শুরু থেকে সম্মিলিত আলোচনায় ওই মাঠে হাট বসানোর সিদ্ধান্ত হয়। খোলা মাঠে এসব দোকানিরা রোদ ও বৃষ্টিতে কষ্ট পাচ্ছিল। তাদের কথা বিবেচনায় এনে পরিষদের তহবিল থেকে এ তাবু দেয়ার সিদ্ধান্ত হয়। দুর্যোগ শেষে তারা পুনরায় বাজারের নির্দিষ্ট স্থানে চলে যাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ