Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণমাধ্যমকর্মীদের করোনা সুরক্ষা সামগ্রী দিলো এনআরবিসি ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ৫:২৯ পিএম

করোনাভাইরাস থেকে গণমাধ্যমকর্মীদের সুরক্ষা দিতে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। রোববার (৩ মে) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম এবং অন্যান্য সদস্য হারুনুর রশীদ, রেজাউল হক কৌশিক, মাইনুল হাসান সোহেল এবং একাত্তর টিভির সাংবাদিক জাহিদুল ইসলাম, এটিএন নিউজ, এনটিভি, এসএ টিভি এর প্রতিনিধিদের হাতে এসকল সুরক্ষা সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন এবং কমিউনিকেশন বিভাগের প্রধান মো. রুহুল আমিনসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে পিপিই, সার্জিক্যাল মাস্ক, কেএন-৯৫ মাস্ক ও বিশেষ চশমা। এর আগে ডিবিসি নিউজের সংবাদকর্মীদের জন্যও সুরক্ষা সামগ্রী দেয়া হয়েছে। উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় দেশের ২৩টি হাসপাতাল, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও পুলিশকে ৫০০০টি পিপিই, ৫০০০টি সার্জিক্যাল মাস্ক, ১০০০টিকেএন-৯৫ মাস্ক, ৪০০টি বিশেষ চশমা এবং হেড শিল্ড বিতরণ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ