Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল থেকে টেলিমেডিসিন সেবা শুরু হচ্ছে সিলেট ওসমানীতে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ৪:০২ পিএম

আগামীকাল সোমবার (৪ মে) থেকে মুঠোফোনে বিশেষায়িত টেলিমেডিসিন সেবা কার্যক্রম চালু করতে যাচ্ছে সিলেট ওসমানী মেডিকেল কলেজে কর্তৃপক্ষ। তবে শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া এ সেবা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। সামাজিক দূরত্ব বজায় রেখে চিকিৎসাসেবা সহজীকরণ করার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও বিএমএ এর সমন্বিত উদ্যোগে এ বিশেষায়িত টেলিমেডিসিন সেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহন করেছে। এ ব্যাপারে শনিবার (২ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. ময়নুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জারি করা হয়েছে। 

মেডিসিন, হৃদরোগ ও শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যার জন্য হটলাইন ০১৭৮১৩১৩০৯৮।
গাইনি ও প্রসূতিজনিত সমস্যায় ০১৭৮৪৩১৩০৯৯।
শিশু ও নবজাতকের জন্য ০১৬৬০১২৩১৩৭।
সার্জারি (শনিবার-সোমবার), নাক-কান-গলা (মঙ্গলবার-বুধবার), ডার্মাটোলজি (বৃহস্পতিবার) ০১৭৮৭৩১৩০৯৭।
করোনা সম্পর্কিত জিজ্ঞাসা ও চিকিৎসা ০১৭৩৫৭৭২৬৮৩।
অন্যান্য রোগ বিষয়ক ০১৭৬৫৮৯৯৮২৭।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ