Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইল থেকে বিভিন্ন পন্থায় ঢাকা যাচ্ছে পোশাক শ্রমিকরা

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ২:০০ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সবাইকে ঘরে অবস্থানের নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু কিছু গার্মেন্টস খোলা থাকায় আজও বিভিন্ন পন্থায় ঢাকায় ফিরছে পোশাক শ্রমিকেরা। রোববার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব, এলেঙ্গা, টাঙ্গাইল বাইপাস, মির্জাপুরে দেখা গেছে মানুষের জটলা। জীবিকার তাগীদে তারা ছুটছে কর্মস্থলে।
গার্মেন্টস কর্মীরা জানান, অফিস থেকে তাদের জানানো হয়েছে গার্মেন্টস খোলা হয়েছে। তাদেরকে কাজে যোগদিতে বলা হয়েছে। তাই বাধ্য হয়ে এভাবে তারা যাচ্ছে। তবে মহাসড়কে গণপরিবন না থাকায় অনেকেই পাঁয়ে হেঁটে অটোরিক্সায় ও মোটর সাইকেলে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ