Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে শ্রমিকদের ভিড়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ১১:৫৪ এএম

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আজও পোশাক শ্রমিকদের ভিড় দেখা গেছে।

গত কয়েকদিনের মতো রোববার (৩ মে) সকালেও দেখা গেছে কাঁঠালবাড়ি ঘাট থেকে গাদাগাদি করে ফেরিতে উঠে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে নেমে ঢাকার দিকে যাচ্ছেন তারা।

শনিবার সকাল ৯টার দিকে রো-রো ফেরি শাহ পরান, ফেরি যমুনা ও ফেরি কাকলীতে চড়ে অন্তত দুই হাজার পোশাক শ্রমিক পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে এসে পৌঁছান।

জেলার লৌহজংয়ের মাওয়াস্থ শিমুলিয়া ঘাটের ম্যানেজার সাফায়েত আহমেদ এ সব তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানান, গণপরিবহন বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট থেকে ঢাকা বা নারায়ণগঞ্জে যেতে চরম বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। একদিকে গাড়ি বন্ধ, অন্যদিকে কারখানা খোলায় ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ