Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও আইনজীবীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ বার কাউন্সিলের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ১২:০৩ এএম

৫ কোটি টাকা আর্থিক সহায়তা ও অনুদান দিচ্ছে আইনজীবীদের নিয়ন্ত্রণ কর্র্তৃপক্ষ ‘বাংলাদেশ বার কাউন্সিল’। এর মধ্যে আর্থিক সহায়তা হিসেবে ৪ কোটি টাকা দেয়া হচ্ছে স্বল্প আয়ের আইনজীবীদের। অনুদান হিসেবে ১ কোটি টাকা দেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। গতকাল শনিবার এ তথ্য জানান প্রতিষ্ঠানটির লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী নজীবউল্লাহ হিরু। তিনি জানান, আইনজীবীদের সহযোগিতার অর্থ বার কাউন্সিলের পক্ষ থেকে দেশের সকল আইনজীবী সমিতিতে পাঠিয়ে দেয়া হবে। পরে সেই অর্থ ওইসব জেলা বারের পক্ষ থেকে স্বল্প আয়ের আইনজীবীদের মাঝে বিতরণ করা হবে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য বরাদ্দকৃত ১ কোটি টাকাও শিঘ্র্রই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেয়া হবে। অ্যাডভোকেট হিরু বলেন, আমরা বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষ থেকে আলোচনা করে একটি বাজেট পেশ করেছি। বাজেটের এই অর্থ ভাগাভাগি করে সারাদেশের আইনজীবী সমিতিগুলোতে পাঠিয়ে দেয়া হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে এবং ঢাকা বারের পক্ষ থেকে ইতিমধ্যে ঋণ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আমরা বেনাভোলেন্ট ফান্ড থেকে ঋণ দেয়ার বিষয়টিও আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ