পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর মিরপুর ১ নাম্বারে রাস্তা অবরোধ করে বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। গতকাল শনিবার মিরপুর ১ নাম্বারে ফুটওভার ব্রিজের নিচে কয়েক হাজার শ্রমিক সমবেত হয়ে এ বিক্ষোভ প্রদর্শন করে। এসময় মিরপুর মডেল থানা ও দারুস সালাম থানা পুলিশ তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে।
বিক্ষোভ চলাকালে পুলিশের এক কর্মকর্তা বারবার মাইকিংয়ের মাধ্যমে তাদেরকে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু শ্রমিকরা পুলিশের আহ্বানকে তোয়াক্কা না করে বিক্ষোভ চালিয়ে যেতে থাকে। বিক্ষোভকারী কয়েকজন পরিবহন শ্রমিক বলেন, করোনা শুরু থেকে এ পর্যন্ত কোনো ত্রাণ মেলেনি তাদের ভাগ্যে। কাউন্সিলর ও এমপির অফিসে তালিকায় নাম উঠালেও কোনো সাহায্য অসেনি। বরং দিনের পর দিন না খেয়ে থাকতে হয়েছে। কেউ সাহায্য করেনি। ক্ষুধার জ্বালায় তারা রাস্তায় নেমেছে।
আরেক নেতা বলেন, সরকার বিভিন্ন সময়ে পরিবহন শ্রমিকদের ব্যবহার করেছে। শাজাহান খানের কথায় আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছি। এক মাস চলে গেল এখন কারো দেখা নাই। ওই নেতা বলেন, শ্রমিকদের কল্যাণ তহবিলের নামে প্রতিটি গাড়ি থেকে প্রতিদিন চাঁদা তোলা হয়। অথচ সব টাকা যায় নেতাদের পকেটে। করোনার দুর্দিনে নেতারা শ্রমিকদের পাশে নেই। এটা খুবই দুঃখজনক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।