Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাড়ছেই করোনা রোগীর সংখ্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ১২:০৪ এএম

দিন দিন বাড়ছেই করোনা রোগীর সংখ্যা। প্রথম দিকে কম থাকলেও নতুন আক্রান্ত রোগীর খবর মিলছে লাফিয়ে লাফিয়ে। সংবাদদাতাদের পাঠানো তথ্যে এ প্রতিবেদন-
বরিশাল ব্যুরো : দক্ষিণাঞ্চলে গতকাল সকালের পূর্ববর্তী ৪৮ ঘণ্টায় আরো ৭ জন করেনা রোগী সনাক্ত হবার মধ্যে দিয়ে সংখ্যা ১২১ জনে উন্নীত হল। এর মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একজন নার্সও রয়েছে। বিগত ৪৮ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২১০ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের করেনাভাাইরাস সনাক্ত হয়েছে। যার মধ্যে ঝালকাঠি সিভিল সার্জন অফিসের একজন কর্মচারীও রয়েছেন। এছাড়া বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুরের একজন করে রোগী রয়েছেন। বরিশালে ৪০, বরগুনাতে ৩১, পটুয়াখালীতে ২৭, পিরোজপুরে ৯, ঝালকাঠিতে ১ ও ভোলাতে ৫ জন রোগী রয়েছেন। দক্ষিণাঞ্চলের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ২২১ জন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হলেও ১১৭ জন ছাড়পত্র লাভ করেছেন বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দফতর।

রাজশাহী ব্যুরো : রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে গত শুক্রবার সন্ধ্যায় নওগাঁর মান্দা উপজেলার জব্বার (২০) নামের এক যুবকের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে নওগাঁ জেলা ১৮ জন এবং মান্দা উপজেলায় তিনজন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।

নোয়াখালী ব্যুরো : বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে (২৫) এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ১১। বেগমগঞ্জ উপজেলায় ৬, সোনাইমুড়ীতে ২, সেনবাগে ১, কবিরহাটে ১ ও সদর উপজেলায় ১ জন রোগী রয়েছে। যার মধ্যে সোনাইমুড়ীতে এক ইতালি প্রবাসী ও সেনবাগে এক রাজমিস্ত্রি মারা গেছেন। মৃত্যুর পর তাদের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসছিল।
স্টাফ রিপোর্টার, চাঁদপুর : চাঁদপুর সিভিল সার্জন অফিসে গতকাল সকালে আইইডিসিআর থেকে ৭৫ জনের করোনা টেস্টের রিপোর্ট এসেছে। তাদের সবার রিপোর্ট নেগেটিভ। এর মধ্যে ১৭ জন করোনায় আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২ জন মৃত ও ৫ জন সুস্থ হয়েছেন। বাকি ১০ জন এখনো চিকিৎসাধীন। তবে কারো অবস্থাই গুরুতর নয়।

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া : কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে দুই দিনে ১৫৭ নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ রোগী পাওয়া যায়নি। গত ৪৮ ঘণ্টায় পরীক্ষা করা সবগুলো নমুনার প্রতিবেদন নেগেটিভ এসেছে।
লহ্মীপুর : রামগতি উপজেলায় করোনা আক্রান্ত সনাক্ত ব্যক্তির সংর্স্পে থাকায় হোম কোয়ারেন্টিনে আছেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঝুঁকিতে রয়েছেন সহকারী কমিশনার (ভ‚মি), ওসি ও হাসপাতালের আরএমওসহ কয়েকশ’ মানুষ।
মাদারীপুর : মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ বছরের এক শিশুসহ ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মাদারীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৬ জন।
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে নতুন করে আরো ৮ জনের নমুনায় করোনাভাইরাস সনাক্ত হয়েছে। আক্রান্ত মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সালাহউদ্দিন গাজীসহ ৬ জন, শ্রীনগরে ১ জন ও লৌহজেং ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১০৭।

টাঙ্গাইল : গোপালপুরে এক নারী নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্ত হলো ২৬ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টিনে রয়েছে নতুন ৯৫ জনসহ ১৬২৭। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে একজন চিকিৎসকসহ ৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
হবিগঞ্জ : হবিগঞ্জে দুই মহিলাসহ আরও ১২ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৬ জন।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জে এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল বিকেলে এ তথ্য জানান উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকার। উপজেলার সোনারায় ইউনিয়নের শিবরাম গ্রামের বাসিন্দা এ চিকিৎসক বর্তমানে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে মেডিকেল অফিসারের দায়িত্ব পালন করছেন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনা আক্রান্ত ৯ জনের মাঝে প্রথম করোনা রোগীসহ মোট ৫ জন সুস্থ হয়েছে। গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই ৫ জনকে করোনামুক্ত ঘোষণা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ