বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাস মোকাবেলায় মানবিক সহায়তা হিসেবে সরকারের পক্ষ থেকে ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত উদ্যোগে মহানগরীর কর্মহীন ও নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মেয়রের উদ্যোগে রাসিকের ১৯নং ওয়ার্ডের ৫৫০ পরিবার পেলেন খাদ্য সামগ্রী।
মেয়রের উদ্যোগে বুরো বাংলাদেশের অর্থায়নে শনিবার দুপুর ১২টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সামাজিক দূরত্ব মেনে ৫৫০ নারী-পুরুষকে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রত্যেককের প্রতি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ, হুইল সাবান ১০০ গ্রাম ১টি, লাইফবয় সাবান ১০০ গ্রাম ১টি, স্যাভলন, মাস্ক ২টি, বিøচিং পাউডার ২৫০ গ্রাম।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মেয়রের পক্ষে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন ও মেয়রের একান্ত সহকারি সচিব আব্দুল ওয়াহেদ খান টিটু। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও পরিচালনা করেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাসিকের সংরক্ষিত ওয়ার্ড-৭ এর কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি, বুরো বাংলাদেশের পক্ষে রাজশাহী আঞ্চলিক ব্যবস্থাপক মো. মিজানুর রহমান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।