Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাতরীর কাঁচা বাজারে মাছে বিষাক্ত রঙ, ভ্রাম্যমান আদালতে চার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মে, ২০২০, ৩:২০ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় মাছের বাজারের অভিযান চালিয়ে খাদ্য দ্রব্যে ভেজাল রঙ মিশানোর দায়ে চার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ চৌধুরীর আদালতে এ জরিমানা করা হয়। এসময়ে মংস্য কর্তকর্তা মোহাম্মদ এনামুল হক, আনোয়ারা থানার উপ সহকারি পুলিশ পরিদর্শক রেজাউল করিমসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ চৌধুরী বলেন, বাজারের বিভিন্ন প্রজাতের মাছ গুলোকে তাজা রাখার জন্য ও খাদ্য দ্রব্যে বিষাক্ত রঙ মিশিয়ে বিক্রি করার দায়ে চার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমান করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ